ICC Women's WC: জেমিমাদের স্বপ্নপূরণে বাধা বৃষ্টি! মহারাষ্ট্রে হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরের

People's Reporter: আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মুম্বই ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
রবিবার মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল
রবিবার মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালছবি - আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের এক্স হ্যান্ডেল
Published on

রবিবার আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। নতুন কোনো বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেট বিশ্ব। কারণ দুই দেশ এখনও পর্যন্ত মহিলা ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে টস জেতাটাও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মুম্বই ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। AccuWeather-এর পূর্বাভাস অনুযায়ী, শনিবার বৃষ্টির সম্ভাবনা ৮৬ শতাংশ আর রবিবার প্রায় ৬৩ শতাংশ। বিশেষ করে বিকেল ৪টা থেকে ৭টার মধ্যে ৫০ শতাংশেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই একই স্টেডিয়ামে এর আগেও ভারত বনাম বাংলাদেশের ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় সেমিফাইনালেও বৃষ্টির জন্য ম্যাচ কিছুটা থমকে গিয়েছিল। যদি রবিবার ফাইনাল না হয় তাহলে সোমবার রিজার্ভ ডে রাখা হয়েছে। কিন্তু সেই দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫৫ শতাংশ, ফলে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

উল্লেখ্য, সেমিফাইনালে ৭ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতের মহিলা ব্রিগেড। ৩৩৯ রানের লক্ষ্যমাত্রা পূরণ করে ইতিহাস গড়েছে ভারত। এর আগে মিতালী রাজের নেতৃত্বে ভারত দু'বার একদিনের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে উঠেছিল। কিন্তু দু'বারই ব্যর্থ হয় টিম ইন্ডিয়া।

অন্যদিকে ৪ বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে এই প্রথম মহিলা বিশ্বকাপের ফাইনালে যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। ফলে আগামীকালের ম্যাচ যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে দক্ষিণ আফ্রিকার থেকে বেশি চাপে থাকবেন হরমনপ্রীতরা। কারণ ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলা সবসময়ই কঠিন হয়। এখন সকলেরই নজর আবহাওয়ার দিকে।

রবিবার মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল
Kolkata Derby: ডার্বি ড্র করে সুপার কাপ সেমিতে ইস্টবেঙ্গল, ম্যানেজমেন্টকে দুষলেন মোহনবাগান কোচ
রবিবার মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল
ICC Women's WC: ভাঙলো ঝুলনের রেকর্ড, মহিলা বিশ্বকাপ সর্বাধিক উইকেট শিকারি দক্ষিণ আফ্রিকার ক্যাপ!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in