ICC Women's WC: দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, মুম্বইতে বৃষ্টি ভ্রূকুটি!

People's Reporter: মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় দল
ভারতীয় দলছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

বৃহস্পতিবার মহিলা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। পরিসংখ্যানে ভারত পিছিয়ে থাকলেও অজিদের হারাতে আত্মবিশ্বাসী হরমনপ্রীত বাহিনী। তবে ম্যাচে বাধা হতে পারে বৃষ্টি।

মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ এই স্টেডিয়ামেই হয়েছিল। তবে বৃষ্টির কারণে টস এক ঘন্টা পর হয়। ওভার কমিয়ে খেলা শুরু হয়েছিল। ডিএলএস-র নিয়মানুযায়ী ভারতকে একটি টার্গেট দেওয়া হয়। আবহাওয়ার কারণে পরে ম্যাচটি বাতিল হয়ে যায়।

আইসিসির নিয়ামানুযায়ী ১৩.৬ ধারায় বলা হয়েছে সেমিফাইনাল এবং ফাইনালের জন্য একটি অতিরিক্ত দিন সংরক্ষিত থাকে। নির্ধারিত দিনে ম্যাচ শেষ না হলে অতিরিক্ত দিনে ম্যাচ সম্পূর্ণ করতে হয়।

চলতি বিশ্বকাপে গ্রুপ স্টেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩০ রান করেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই অজিদের বিরুদ্ধে নামতে চলেছেন স্মৃতি মন্ধানারা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ৬০টি ম্যাচ খেলেছে। যার মধ্যে ১১টি ম্যাচ জিতেছে ভারত এবং ৪৯টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত অস্ট্রেলিয়া। ১০টি জিতেছে অজিরা, ৩টি জিতেছে ভারত এবং ১টি অমীমাংসিত থাকে।

ভারতীয় দল
Mohammad Rizwan: পাক ক্রিকেট বোর্ডের সাথে দ্বন্দ্ব, কেন্দ্রীয় চুক্তি স্বাক্ষরে 'না' রিজওয়ানের!
ভারতীয় দল
Rohit Sharma: ওডিআই-তে ইতিহাস 'হিটম্যানে'র! কেরিয়ারে প্রথমবার আইসিসি র‍্যাঙ্কিং-র শীর্ষে রোহিত শর্মা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in