

বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ব্যাটিং এবং বোলিং-এর সাহায্যে দলকে ট্রফি এনে দিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। এবার আইসিসির টি-২০ অল-রাউন্ডার বিভাগে শীর্ষ স্থান দখল করলেন তিনি।
মঙ্গলবার প্রকাশিত হয়েছে আইসিসির নয়া ক্রমতালিকা। তাতে দেখা যাচ্ছে ২২২ পয়েন্ট নিয়ে দু'ধাপ উপরে উঠে টি-২০ র্যাঙ্কিং-এ অল-রাউন্ডারের তালিকায় শীর্ষে রয়েছেন হার্দিক। একই পয়েন্ট রয়েছে শ্রীলঙ্কান অল-রাউন্ডার হাসারাঙ্গার। তৃতীয় স্থানে আছেন মার্কস স্টোয়নিস। তাঁর পয়েন্ট ২১১। চতুর্থ স্থানে জিম্বাবোয়ের সিকান্দার রাজা (২১০) এবং পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান (২০৬)।
অন্যদিকে, টি-২০ ব্যাটিং বিভাগে বিশেষ কিছু পরিবর্তন হয়নি। ৮৪৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ৮৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সূর্যকুমার যাদব। ৭৯৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইংল্যান্ডের ফিল সল্ট। বাবর আজম রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর পয়েন্ট ৭৫৫। ৭৪৬ পয়েন্ট নিয়ে পঞ্চম সাথে আছেন মহম্মদ রিজওয়ান।
টি-২০ বোলিং বিভাগে ১২ ধাপ উপরে উঠে ১২ নম্বর স্থানে রয়েছেন ২০২৪ বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট জসপ্রীত বুমরাহ। তাঁর পয়েন্ট ৬৪০। কুলদীপ যাদব ৩ ধাপ উঠে অষ্টম স্থানে রয়েছেন (৬৫৪)। ১ ধাপ উপরে উঠে অক্ষর প্যাটেল আছেন সপ্তম স্থানে (৬৫৭)। ৭ ধাপ উপরে আইসিসি ক্রম তালিকার দ্বিতীয় স্থান দখল করেছেন দক্ষিণ আফ্রিকার এনরিক নর্টজে। ৭১৮ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছেন ইংল্যান্ডের স্পিনার আদিল রাশিদ।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন