IPL 2025: 'ড্রেসিংরুমের নেতা হতে চাই' - বিশেষ দিনে আর কী জানালেন নাইট রাইডার্সের ভেঙ্কটেশ?

People's Reporter: ভেঙ্কটেশ জানান, পরামর্শ দেওয়ার জন্য সত্যিই অধিনায়কত্বের ট্যাগ দরকার নেই। তবে আমি সবসময় ড্রেসিংরুমের নেতা হতে চাই।
ভেঙ্কটেশ আইয়ার
ভেঙ্কটেশ আইয়ারছবি - সংগৃহীত
Published on

কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের আগামী মরসুমের সবথেকে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। ২৩.৭৫ কোটি টাকায় এই অলরাউন্ডারকে নিলাম থেকে দলে নিয়েছে নাইটরা। অজিঙ্কা রাহানের সঙ্গে তাঁর নামও শোনা যাচ্ছে দলের অধিনায়ক হিসেবে। কিন্তু নেতৃত্ব নিয়ে কিছুই ভাবছেন না ভেঙ্কটেশ আইয়ার।

কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। অজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়েরের নাম শোনা গেলেও অভিজ্ঞ রাহানেকেই দলের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তবে ভেঙ্কটেশ এই বিষয়ে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। যদিও নিজেকে ড্রেসিংরুমের নেতা হিসেবে দেখতে চান বলেও জানান ভেঙ্কটেশ।

সোমবার এক সাক্ষাৎকারে ভেঙ্কটেশ জানান, 'পরামর্শ দেওয়ার জন্য সত্যিই অধিনায়কত্বের ট্যাগ দরকার নেই। তবে আমি সবসময় ড্রেসিংরুমের নেতা হতে চাই। যদি কেকেআরের মতো ঐতিহ্যশালী ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বের দায়িত্ব আমার কাছে আসে সেটা আমার জন্য হবে বিরাট একটা সম্মানের। দেখা যাক আমার জন্য সামনে কী অপেক্ষা করছে। তবে আমি খুব খুশি আবার কেকেআরে ফিরতে পেরে। দল আমার প্রতি আস্থা রেখেছে। আমি কৃতজ্ঞ। নিজের সেরাটা দিতে চাই।'

এদিন আবার তিনি এমবিএ ফাইনান্সে ডক্টর ডিগ্রি করার সুযোগ পেলেন। সেই বিষয়ে ভেঙ্কটেশ বলেন, 'যতদিন না মানুষ মারা যাচ্ছে শিক্ষা সঙ্গেই থাকে। সারাজীবন কেউ ক্রিকেট খেলবে না। তবে শিক্ষা সবসময় সঙ্গেই থাকে। আমি চাই ক্রিকেটাররা নিজেদের শুধু ক্রিকেটের জ্ঞানই নয়, সাধারণ জ্ঞান দিয়েও শিক্ষিত হোক। আপনি যদি আপনার স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করতে পারেন, তা হলে আপনার সেটা অবশ্যই করা উচিত। ক্রিকেটার হওয়ার পাশাপাশি এটাও আমার জীবনের একটা বড়ো পাওয়া।'

ভেঙ্কটেশ আইয়ার
Border Gavaskar Trophy: হোটেলে না বসে অনুশীলন করুন - দ্বিতীয় টেস্ট হারতেই গাভাসকরের নিশানায় রোহিতরা
ভেঙ্কটেশ আইয়ার
Guinea: রেফারির 'বিতর্কিত' সিদ্ধান্তের জেরে ফুটবল ম্যাচে উত্তেজনা, সংঘর্ষে মৃত প্রায় ১০০

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in