
২০২৬ ফিফা বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে ফের জল্পনা বাড়ালেন লিওনেল মেসি। বয়সের কারণে তিনি বিশ্বকাপের আগেও অবসর নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।
শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ৩-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। এই ম্যাচে জোড়া গোল করেন মেসি। তবে ম্যাচ শেষে জানালেন, এটিই হয়তো তাঁর শেষ হোম ম্যাচ।
৩৭ বছর বয়সী এই তারকা জানান, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নির্ভর করবে তার শারীরিক ও মানসিক প্রস্তুতির ওপর। ম্যাচ শেষে তিনি বলেন, "আগেও বলেছি, আরেকটি বিশ্বকাপে খেলব বলে মনে হয় না। আমার বয়সের কারণে। সবচেয়ে যৌক্তিক বিষয় হলো আমি হয়তো আর পারব না। তবে আমরা প্রায় পৌঁছে গেছি, তাই খেলতে দারুণ উত্তেজিত ও অনুপ্রাণিত আমি।"
তিনি আরও বলেন, “এই মরসুম শেষ করব, এরপর প্রিসিজন। তারপরও ছয় মাস থাকবে। আশা করি ভালোভাবে প্রিসিজন কাটাতে পারব, এমএলএস মরসুমও ভালোভাবে শেষ করব। এরপরই সিদ্ধান্ত নেব।”
আর্জেন্টাইন সুপারস্টার আরও বলেন, তিনি এখনই অবসরের সিদ্ধান্ত নেননি। মেসি জানান, "অনেক আবেগের মুহূর্ত রয়েছে এখানে। আর্জেন্টিনায় আমাদের সমর্থকদের সামনে খেলা সবসময়ই আনন্দের। এভাবে শেষ করতে পারা ছিল আমার স্বপ্ন।"
যদিও আনুষ্ঠানিক অবসরের ঘোষণা আসেনি, শুক্রবারের ম্যাচটিই মেসির শেষ হোম ম্যাচ হিসেবে ইতিহাসে থেকে যেতে পারে। আর্জেন্টাইন সমর্থকদের ভালোবাসা ও বিদায়ের আবহে তাই আরও আবেগঘন হল এই জয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন