Malaysia Open: স্থগিত হওয়া ম্যাচে দুরন্ত কামব্যাক, মালয়েশিয়া ওপেনের শেষ ১৬-তে এইচ এস প্রণয়!

People's Reporter: কানাডার ব্রায়ান ইয়াং-এর বিপক্ষে পিছিয়ে গিয়েও দুরন্ত প্রত্যাবর্তন করেন এইচএস প্রণয়। ২১-১২, ১৭-২১ এবং ২১-১৫ ব্যবধানে ম্যাচ জিতে নেন ভারতীয় শাটলার।
এইচ এস প্রণয়
এইচ এস প্রণয়ছবি - সংগৃহীত
Published on

মালয়েশিয়া ওপেনের শেষ ১৬-তে ভারতীয় শাটলার এইচ এস প্রণয়। মঙ্গলবার স্টেডিয়ামের ছাদ থেকে জল পড়ার কারণে শেষ ৩২-র ম্যাচ স্থগিত করা হয়েছিল। সেই ম্যাচই আজ জিতে নিলেন প্রণয়।

কানাডার ব্রায়ান ইয়াং-এর বিপক্ষে পিছিয়ে গিয়েও দুরন্ত প্রত্যাবর্তন করেন এইচএস প্রণয়। ২১-১২, ১৭-২১ এবং ২১-১৫ ব্যবধানে ম্যাচ জিতে নেন ভারতীয় শাটলার। এই জয়ের ফলে শেষ ১৬ তে নিজের স্থান পাকা করলেন প্রণয়।

প্রসঙ্গত, প্রণয়ের ম্যাচটি মঙ্গলবার স্থগিত হয়েছিল ছাদ থেকে জল পড়তে শুরু করায়। এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করা হয়। পরে বিকেল ৪ টে ১৫ নাগাদ পুনরায় শুরু হলেও তা শেষ করা সম্ভব হয়নি। জল অনবরত পড়ছিল। গতকাল প্রথম সেটে ২১-১২ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয় সেটে ১১-৯ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন তিনি।

মঙ্গলবার যেখানে খেলা শেষ হয়েছিল বুধবার সেখান থেকেই পুনরায় শুরু হয় ম্যাচটি। দ্বিতীয় সেট ২১-১৭ ব্যবধানে হারতে হয় প্রণয়কে। কিন্তু তৃতীয় সেটে দুরন্ত কামব্যাক করেন প্রণয়।

অন্যদিকে বুধবার পুরুষদের সিঙ্গেলসে প্রিয়াংশু রাজাওয়াত চীনের শি ফেং লির কাছে ১১-২১, ১৬-২১ ব্যবধানে পরাজিত হন। পরবর্তী রাউন্ডে অর্থাৎ শেষ ১৬-তে প্রণয়ের মুখোমুখি হবেন ফেং লি-র।

এইচ এস প্রণয়
Devajit Saikia: BCCI-র পরবর্তী বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া! কে তিনি? দেখুন একনজরে
এইচ এস প্রণয়
নাম নয়, পারফরম্যান্স দেখে সুযোগ দেওয়া হোক - ভারতীয় দলে 'তারকা' সংস্কৃতি নিয়ে বিস্ফোরক হরভজন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in