

মালয়েশিয়া ওপেনের শেষ ১৬-তে ভারতীয় শাটলার এইচ এস প্রণয়। মঙ্গলবার স্টেডিয়ামের ছাদ থেকে জল পড়ার কারণে শেষ ৩২-র ম্যাচ স্থগিত করা হয়েছিল। সেই ম্যাচই আজ জিতে নিলেন প্রণয়।
কানাডার ব্রায়ান ইয়াং-এর বিপক্ষে পিছিয়ে গিয়েও দুরন্ত প্রত্যাবর্তন করেন এইচএস প্রণয়। ২১-১২, ১৭-২১ এবং ২১-১৫ ব্যবধানে ম্যাচ জিতে নেন ভারতীয় শাটলার। এই জয়ের ফলে শেষ ১৬ তে নিজের স্থান পাকা করলেন প্রণয়।
প্রসঙ্গত, প্রণয়ের ম্যাচটি মঙ্গলবার স্থগিত হয়েছিল ছাদ থেকে জল পড়তে শুরু করায়। এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করা হয়। পরে বিকেল ৪ টে ১৫ নাগাদ পুনরায় শুরু হলেও তা শেষ করা সম্ভব হয়নি। জল অনবরত পড়ছিল। গতকাল প্রথম সেটে ২১-১২ ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয় সেটে ১১-৯ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন তিনি।
মঙ্গলবার যেখানে খেলা শেষ হয়েছিল বুধবার সেখান থেকেই পুনরায় শুরু হয় ম্যাচটি। দ্বিতীয় সেট ২১-১৭ ব্যবধানে হারতে হয় প্রণয়কে। কিন্তু তৃতীয় সেটে দুরন্ত কামব্যাক করেন প্রণয়।
অন্যদিকে বুধবার পুরুষদের সিঙ্গেলসে প্রিয়াংশু রাজাওয়াত চীনের শি ফেং লির কাছে ১১-২১, ১৬-২১ ব্যবধানে পরাজিত হন। পরবর্তী রাউন্ডে অর্থাৎ শেষ ১৬-তে প্রণয়ের মুখোমুখি হবেন ফেং লি-র।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন