

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারতীয় ফুটবল। ফিরতি লেগে এফসি গোয়ার বিরুদ্ধে আল নাসেরের হয়ে খেলতে পারেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনল্ডো (Cristiano Ronaldo)।
স্বপ্নপূরণ হতে চলেছে ভারতীয় সমর্থকদের। গ্রুপ ডি-এর নির্ধারিত সূচী অনুযায়ী রিয়াধে বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে (ভারতীয় সময়) এফসি গোয়া বনাম সৌদির ক্লাব আল-নাসের ম্যাচ শুরু হবে। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-রিয়াদিয়াহ-এর রিপোর্ট অনুযায়ী, রোনাল্ডোকে স্কোয়াডে রাখা হয়েছে।
এর আগে গোয়ায় অনুষ্ঠিত প্রথম লেগ ম্যাচে রোনাল্ডোকে দেখা যায়নি। যা ভক্তদের মধ্যে হতাশা সৃষ্টি করেছিল। আল নাসেরের কোচ হোর্হে জেসুস তখন জানিয়েছিলেন, ক্লাব রোনাল্ডোর শারীরিক ফিটনেস ও বিশ্রামকে অগ্রাধিকার দিচ্ছে। এছাড়া চুক্তি অনুযায়ী আল নাসেরের হয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে বাধ্য নন রোনাল্ডো।
অন্যদিকে, এফসি গোয়ার জন্য পরিস্থিতি বেশ কঠিন। তারা এখনও গ্রুপ ডি-তে কোনো পয়েন্ট পায়নি। টানা তিন ম্যাচে হেরেছে তারা। আল-জাওরার বিপক্ষে ২-০, ইস্তিকলল দুশানবের বিপক্ষে ২-০ এবং আল নাসেরের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়েছে।
এখনও পর্যন্ত তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আল নাসের গ্রুপ শীর্ষে রয়েছে। আজকের ম্যাচ ড্র হলেই তারা নকআউটে জায়গা করে নেবে।
গোয়ার জন্য এই ম্যাচ কেবল পয়েন্টের লড়াই নয়, এটি তাদের জন্য সম্মানের লড়াই। আর যদি রোনাল্ডো মাঠে নামেন তাহলে ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত তৈরি হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন