ওয়েঙ্গারের উপস্থিতিতে ঐতিহাসিক চুক্তি AIFF ও ওড়িশা সরকারের মধ্যে

People's Reporter: মউ স্বাক্ষরিত হয় এআইএফএফ (AIFF) সভাপতি কল্যাণ চৌবে এবং ওড়িশা সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ দফতরের সচিব আর বিনীল কৃষ্ণের মধ্যে।
মৌ স্বাক্ষরের পর
মৌ স্বাক্ষরের পরছবি - সংগৃহীত
Published on

ভারতীয় ফুটবলের তরুণ প্রতিভা তুলে আনতে কিংবদন্তি প্রশিক্ষক তথা ফিফার বিশ্বব্যাপী ফুটবল ডেভলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গারের উপস্থিতিতে ওড়িশা সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করলো সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন।

মউ স্বাক্ষরিত হয় এআইএফএফ (AIFF) সভাপতি কল্যাণ চৌবে এবং ওড়িশা সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ দফতরের সচিব আর বিনীল কৃষ্ণের মধ্যে। ওড়িশার ক্রীড়া মন্ত্রী তুষার কান্তি বেহরাও উপস্থিত ছিলেন এই ঐতিহাসিক চুক্তির সময়ে। ভারতীয় ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তা কল্যাণ চৌবে বলেন, "ওড়িশা সরকা এবং ফিফা সভাপতিকে আমি ধন্যবাদ জানাতে চাই ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে যত রকম ভাবে সম্ভব সব রকম ভাবে পাশে থাকার জন্য। তার ফল হিসেবেই আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কিংবদন্তি আর্সেন ওয়েঙ্গার। তাঁর গাইডেন্স, লিডারশিপ, টেকনিক্যাল পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি ভারতের স্বপ্নকে বাস্তবায়নের ক্ষেত্রে সাহায্য করবে। প্রথম পদক্ষেপ হিসেবে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা আমাদের বর্তমান লক্ষ্য এবং দ্রুতই বিশ্বকাপের মূল পর্বে প্রতিনিধিত্ব করা"।

আর্সেন ওয়েঙ্গার বলেন, "ভারতে এসে আমার ভালো লাগছে। আমরা অনুভব করেছি ২১১ দেশের মধ্যে অধিকাংশ দেশেই যথার্থ ইউথ এডুকেশন সিস্টেম নেই। সেরা দেশগুলোর কাছে সেই দেশের শিশুদের জন্য সেরা শিক্ষার পরিকাঠামো বা ব্যবস্থা রয়েছে। কিন্তু অনেক শিশুই সেই সুযোগ পায় না। ওড়িশায় যে রকম সুযোগ সুবিধা রয়েছে, যতটা পরিকাঠামো উন্নত তা এক কথায় অসাধারণ। আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্যই হল প্রতিটা প্রতিভাকে সুযোগ দেওয়া"।

পাশাপাশি তিনি বলেন, "ভারত থেকে সেরা ফুটবলার তুলে আনতে গেলে প্রয়োজন ভালো মানের শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়া। আমরা জানি না কত দিনে আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। কিন্তু শিক্ষা ছাড়া সেখানেই পড়ে থাকতে হবে যেখানে পড়ে আছি। আমাদের লক্ষ্য ফুটবল ম্যাপে ভারতকে ফিরিয়ে আনা। ১৫ বছর বয়সে ফুটবল খেলা শুরু করা যায় না, এটা ৫-৬ বছর বয়সে করতে হয়"।

মৌ স্বাক্ষরের পর
'ভারতীয় ফুটবল সোনার খনি, শুধু আবিষ্কারের অপেক্ষা' - মন্তব্য কিংবদন্তি কোচ ওয়েঙ্গারের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in