১ মিনিটের ব্যবধানে জোড়া গোল হালান্ডের! ইতালিকে হারিয়ে ২৭ বছর পর ফিফা বিশ্বকাপের মূল পর্বে নরওয়ে

People's Reporter: নরওয়েকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করানোর জন্য সব থেকে বেশি ভূমিকা আর্লিং হালান্ডের। তিনি যোগ্যতা অর্জন পর্বে ১৬টি গোল করেছেন।
নরওয়ে দল
নরওয়ে দলছবি - নরওয়ে ফুটবল টিমের ফেসবুক পেজ
Published on

১৯৯৮ সালের পর ফের ফিফা ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল নরওয়ে। ইতালিকে ৪-১ গোলে হারিয়ে এই নজির গড়েছে হালান্ডের দেশ।

রবিবার মধ্যরাতে ফুটবল বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে মুখোমুখি হয়েছিল ইতালি এবং নরওয়ে। ম্যাচের ১১ মিনিটে পিও এস্পোসিও-র গোলে এগিয়ে যায় ইতালি। নরওয়ে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ইতালির থেকে বেশি আক্রমণাত্মক খেলতে শুরু করে নরওয়ে। ৬৩ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরান অ্যান্তোনিও নুসা। এরপর ৭৮ এবং ৭৯ মিনিটের মাথায় দুটি গোল করে নরওয়ের জয় কার্যত নিশ্চিত করে ফেলেন আর্লিন হালান্ড। ম্যাচের ইনজুরি টাইমে ৯০+৩ মিনিটের মাথায় চতুর্থ গোল করেন জর্জেন স্ট্র্যান্ড লারসেন।

এই জয়ের ফলে ১৯৯৮ সালের পর ফের ফিফা বিশ্বকাপে দেখা যাবে নরওয়েকে। আর নরওয়েকে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করানোর জন্য সব থেকে বেশি ভূমিকা আর্লিং হালান্ডের। তিনি যোগ্যতা অর্জন পর্বে ১৬টি গোল করেছেন। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ৮ ম্যাচেই অপরাজিত রয়েছে নরওয়ে। ৮ ম্যাচে মোট ৩৭টি গোল করেছে নরওয়ে। গোল হজম করেছে মাত্র ৫টি। গোল পার্থক্য ৩২ এবং পয়েন্ট ২৪।

নরওয়ের কোচ স্টেল সোলবাক্কেন দলের জয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, "আমরা যখন শুরু করেছিলাম এতদূর আসব ভাবিনি। অবশ্যই আমাদের লক্ষ্য ছিল ভালো ফুটবল খেলে যোগ্যতা অর্জন করা। আমরা যেটা ৯৯% করছিলাম সেটা ১০০% করার দিকে বেশি জোর দিয়েছি। ছেলেরা সেটা ভালোভাবেই করেছে।"

উল্লেখ্য, ইউরোপ থেকে এখনও পর্যন্ত নরওয়ে ছাড়া ফ্রান্স, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং পর্তুগাল বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। রবিবার আর্মেনিয়াকে ৯-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে পর্তুগাল। জোয়াও নেভেস এবং ব্রুনো ফার্নান্ডেজ হ্যাটট্রিক করেন। এছাড়া একটি করে গোল করেন রেনাটো ভেইগা, গোনজালো র‍্যামস এবং ফ্রান্সিস্কো। আর্মেনিয়ার হয়ে ১টি গোল করেন এডুয়ার্ড। গ্রুপ এফ-র ৬ ম্যাচের মধ্যে ৪টি জয়, ১টি ড্র এবং ১টি হার নিয়ে ১৩ পয়েন্ট সংগ্রহ করে মূল পর্বে উঠলো রোনাল্ডোর দল।

নরওয়ে দল
Lionel Messi: বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৪০০ অ্যাসিস্ট মেসির! অনেক পিছিয়ে রোনাল্ডো
নরওয়ে দল
EXCLUSIVE: কেউ পাগল হলে আমি কী করবো? - মুখ্যমন্ত্রীর অর্জুন পুরস্কার মন্তব্যের পাল্টা বুলা চৌধুরী!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in