UEFA Nations League: বসনিয়া ও হার্জেগোভেনিয়াকে ৭ গোলের মালা জার্মানির, ৪ গোলে জয় নেদারল্যান্ডসের

People's Reporter: ম্যাচের শুরুতেই ২ মিনিটের মাথায় জামাল মুসিয়ালার গোলে এগিয়ে যায় জার্মানি। ২৩ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন টিম।
বামদিকে নেদারল্যান্ডস দল ও ডানদিকে জার্মানি দল
বামদিকে নেদারল্যান্ডস দল ও ডানদিকে জার্মানি দলছবি - সংগৃহীত
Published on

উয়েফা নেশনস লিগে বসনিয়া ও হার্জেগোভেনিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিল জার্মানি। অন্যদিকে নেদারল্যান্ডসের কাছে ৪-০ গোলে পরাস্ত হল হাঙ্গেরী।

শনিবার মধ্যরাতে ম্যাচের শুরুতেই ২ মিনিটের মাথায় জামাল মুসিয়ালার গোলে এগিয়ে যায় জার্মানি। ২৩ মিনিটে  দলের দ্বিতীয় গোল করেন টিম। ৩৭ মিনিটে জার্মানিকে ৩-০ ব্যবধানের লিড দেন কাই হাভার্ৎজ। প্রথমার্ধ শেষ হয় ৩-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও আক্রমণ বাড়াতে থাকে জার্মানি। ৫০ মিনিটে নিজের প্রথম এবং জার্মানির চতুর্থ গোল করেন ফ্লোরিয়ান উইর্ৎজ। ৫৭ মিনিটে ফের গোল করেন উইর্ৎজ। ৬৬ মিনিটে জার্মানির হয়ে ষষ্ঠ গোল করেন লেরয়। ৭৯ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের সাত নম্বর গোল করেন টিম। দাপটের সাথে ম্যাচ জিতে নেয় জার্মানরা।

অন্যদিকে, হাঙ্গেরীর মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। পুরো ম্যাচে হাঙ্গেরীর রক্ষণভাগকে ব্যস্ত রাখেন কোডি গ্যাকপোরা। প্রথমার্ধে জোড়া পেনাল্টি পায় ডাচরা। ২১ মিনিট এবং প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করতে কোনও ভুল করেননি ডাচ প্লেয়াররা। দ্বিতীয়ার্ধেও ডাচ রক্ষণকে ভাঙতে পারেনি হাঙ্গেরী। ৬৪ মিনিটে তৃতীয় এবং ৮৫ মিনিটে চতুর্থ গোল করে ম্যাচ জিতে নেয় নেদারল্যান্ডস।

লিগ বি-তে জর্জিয়া এবং ইউক্রেন ম্যাচ ১-১ ব্যবধানে শেষ হয়। আলবেনিয়া এবং চেক প্রজাতন্ত্রের ম্যাচ ০-০ গোলে ড্র হয়, মন্টেনেগ্রোকে ২-০ গোলে পরাজিত করে আইসল্যান্ড এবং তুরস্ক ও ওয়েলসের ম্যাচ ড্র হয় ০-০ ব্যবধানে।

লিগ সি-র ম্যাচে এস্টোনিয়ার বিরুদ্ধে ০-০ ব্যবধানে ম্যাচ ড্র করে আজারবাইজান এবং স্লোভাকিয়াকে ২-১ গোলে পরাস্ত করে সুইডেন। লিগ ডি-র ম্যাচে আন্ডোরাকে ১-০ ব্যবধানে পরাস্ত করে মলডোভা।

বামদিকে নেদারল্যান্ডস দল ও ডানদিকে জার্মানি দল
Ranji Trophy: রঞ্জিতে রুদ্ধশ্বাস জয় বাংলার, শামি-শাহবাজের দাপটে পরাজয় মধ্যপ্রদেশের
বামদিকে নেদারল্যান্ডস দল ও ডানদিকে জার্মানি দল
Santosh Trophy: জয় দিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু বাংলার, ৪-০ ব্যবধানে পরাস্ত ঝাড়খণ্ড

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in