Ranji Trophy: রঞ্জিতে রুদ্ধশ্বাস জয় বাংলার, শামি-শাহবাজের দাপটে পরাজয় মধ্যপ্রদেশের

People's Reporter: শাহবাজ নিলেন ৪ উইকেট। এছাড়া শামি ৩টি, রোহিত কুমার ২ টি আর কাইফ ১টি উইকেট পেলেন।
বাংলার রঞ্জি দল
বাংলার রঞ্জি দলছবি - প্রতীকী
Published on

লড়াই করে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১১ রানে রঞ্জি ম্যাচ জিতলো বাংলা। বিপক্ষের শেষ উইকেট নিয়ে বাংলার জন্য ৬ পয়েন্ট নিশ্চিত করলেন মহম্মদ শামি। অনবদ্য পারফর্ম করেন বাংলার শাহবাজ আহমেদও।

শনিবার ইন্দোরে শাহবাজ আহমেদের বোলিংয়ের উপর ভর করেই কার্যত জয় পায় টিম বেঙ্গল। শাহবাজ নিলেন ৪ উইকেট। এছাড়া শামি ৩টি, রোহিত কুমার ২ টি আর কাইফ ১টি উইকেট পেলেন। তবে শেষ উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন মহম্মদ শামি। দুই ইনিংসে মোট ৭ উইকেট নিলেন তিনি।

৩৩৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে মধ্যপ্রদেশ। তৃতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের দ্বিতীয় ইনিংসে স্কোর ছিল ৩ উইকেটে ১৫০। সেখান থেকে চতুর্থ দিনের শুরুতেই রজত পতিদারকে ৩২ রানের মাথায় আউট করেন শামি। হরপ্রীত সিং ৭ রানে কাইফের ডেলিভারিতে আউট হন।

এরপর কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার এবং শুভম শর্মা মধ্যপ্রদেশ ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ৫৩ রান করে রোহিত কুমারের বলে আউট হন। এরপর ভেঙ্কটেশের সঙ্গে ভালো খেলতে থাকা শুভম শর্মাও ৬১ রান করে শাহবাজ আহমেদের বলে এলবিডব্লিউ হন।

সারাংশ জৈনকে ৩২ রানে ফেরান শাহবাজ। এরপর আরিয়ান পাণ্ডের উইকেট নেন তিনি। জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৪ রান। মধ্যপ্রদেশের হাতে ৩০-র বেশি ওভার ছিল। হাতে ছিল একটি উইকেট। কুমার কার্তিকেয়র উইকেট নিয়ে মধ্যপ্রদেশের ইনিংস শেষ করেন শামি। ২২৮ রানে শেষ হয় মধ্যপ্রদেশ।

রঞ্জিতে বাংলার এখনও হরিয়ানা এবং পাঞ্জাব ম্যাচ বাকি। এই দুটো ম্যাচ জেতা ছাড়া রাস্তা নেই। কারণ বৃষ্টির কারণে বিহার আর কেরালা ম্যাচে ঘরের মাঠে পয়েন্ট নষ্ট হয় টিম বেঙ্গলের।

বাংলার রঞ্জি দল
Santosh Trophy: জয় দিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু বাংলার, ৪-০ ব্যবধানে পরাস্ত ঝাড়খণ্ড

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in