আজকের ম্যাচের দৃশ্য
আজকের ম্যাচের দৃশ্যছবি - সংগৃহীত

Santosh Trophy: জয় দিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু বাংলার, ৪-০ ব্যবধানে পরাস্ত ঝাড়খণ্ড

People's Reporter: শনিবার কল্যাণীতে জয় দিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করলো বাংলা। ঝাড়খণ্ডকে ৪-০ গোলে হারালো বাংলা। দুটি গোল করেন রবি হাঁসদা। একটি করে গোল করেন মনোতোষ মাঝি এবং নরহরি শ্রেষ্ঠা।
Published on

খুশির দিন বাংলার ক্রিকেট আর ফুটবলের জন্য। একদিকে শনিবার যেমন রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশকে হারালো বাংলা ক্রিকেট দল তেমনই বাংলা ফুটবলেও এলো জয়। ঝাড়খণ্ডকে হারিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করল বাংলা।

শনিবার কল্যাণীতে জয় দিয়ে সন্তোষ ট্রফি অভিযান শুরু করলো বাংলা। ঝাড়খণ্ডকে ৪-০ গোলে হারালো বাংলা। দুটি গোল করেন রবি হাঁসদা। একটি করে গোল করেন মনোতোষ মাঝি এবং নরহরি শ্রেষ্ঠা।

প্রথমার্ধে বাংলা ১-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে এল বাকি ৩টি গোল। সোমবার উত্তরপ্রদেশের বিরুদ্ধে কল্যাণীতেই নামবে টিম বেঙ্গল। গতবার গ্রুপ পর্বে কোয়ালিফাই করতে পারেনি বাংলা। এবারে নতুন চ্যালেঞ্জ আই লিগ জয়ী বাংলার কোচ সঞ্জয় সেনের।

ম্যাচের পরে সঞ্জয় বলেন, 'প্রথম ম্যাচ কখনোই সহজ হয় না। আজকেও ছিল না। ছেলেরা ভালো ফুটবল খেলেছে। তবে যত সময় যাবে লড়াই কঠিন হবে। আমরা ধাপে ধাপে এগোতে চাই। ছেলেরা এই চাপমুক্ত ফুটবল খেলুক সেটাই চাই।'

প্রসঙ্গত ২০১৭ সালের পরে ২ বার ফাইনাল খেললেও বাংলায় ট্রফি আসেনি। এবারে সন্তোষ ট্রফিতে ভালো ফলাফল করতে মরিয়া বাংলা। বাংলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in