ISL 2024-25: ১১ জানুয়ারি হচ্ছে না ডার্বি! FSDL-র সিদ্ধান্তের দিকে নজর বাগান কর্তৃপক্ষের

People's Reporter: গঙ্গাসাগরের মেলার জন্য ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। ডার্বি আয়োজন করতে ১২০০ থেকে ১৫০০ পুলিশ লাগে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - ডুরান্ড কাপের ফেসবুক পেজ
Published on

আগামী ১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বি। তবে ১১ তারিখ ডার্বি হচ্ছে না। নিরাপত্তার অভাবেই ওই দিন ডার্বি হবে না বলে জানা যাচ্ছে।

গঙ্গাসাগর মেলার কারণে পুলিশি নিরাপত্তার অভাব থাকবে যুবভারতীতে। এমনটাই জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গঙ্গাসাগরের মেলার জন্য ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। ডার্বি আয়োজন করতে ১২০০ থেকে ১৫০০ পুলিশ লাগে। এত পরিমাণ পুলিশ গঙ্গাসাগর মেলার মাঝে পাওয়া যাবে না। আগামী ১১ থেকে ১৭ জানুয়ারি চলবে গঙ্গাসাগর মেলা।

এবারের ডার্বির আয়োজক মোহনবাগান। তাদের কাছে ইতিমধ্যেই এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি দিন দুয়েক আগে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফেও ডার্বিতে পুলিশ নিরাপত্তা দিতে না পারা নিয়ে চিঠি দেওয়া হয়।

প্রশ্ন উঠছে, ভরা আইএসএল সূচির মধ্যে ডার্বির দিন বদল আদৌ সম্ভব কিনা? হয় একদম লিগ শিল্ড শেষ হওয়ার আগে করতে হবে অথবা ডার্বি অন্য শহরে স্থানান্তরিত করতে হবে। অন্য রাজ্যে গেলে ওড়িশাতে হওয়ার সম্ভাবনাই প্রবল।

এখন এফএসডিএলের সিদ্ধান্তের দিক তাকিয়ে কলকাতার দুই প্রধান। যদিও মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানান, 'ক্রীড়ামন্ত্রী যেখানে বলে দিয়েছে পুলিশের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় সেখানে কিছু বলার নেই। আমরা তো পুলিশের সঙ্গে ঝগড়া করতে পারব না। দেখা যাক এফএসডিএল কী জানায়।'

প্রতীকী ছবি
Santosh Trophy: ৩৩তম শিরোপা জয়ের হাতছানি! সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার প্রতিপক্ষ কেরালা
প্রতীকী ছবি
WTC: টেস্ট চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় ফাইনালিস্ট কোন দল? ভারত, অস্ট্রেলিয়া নাকি শ্রীলঙ্কা? রইলো সমীকরণ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in