

আগামী ১১ জানুয়ারি আইএসএলের ফিরতি ডার্বি। তবে ১১ তারিখ ডার্বি হচ্ছে না। নিরাপত্তার অভাবেই ওই দিন ডার্বি হবে না বলে জানা যাচ্ছে।
গঙ্গাসাগর মেলার কারণে পুলিশি নিরাপত্তার অভাব থাকবে যুবভারতীতে। এমনটাই জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গঙ্গাসাগরের মেলার জন্য ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। ডার্বি আয়োজন করতে ১২০০ থেকে ১৫০০ পুলিশ লাগে। এত পরিমাণ পুলিশ গঙ্গাসাগর মেলার মাঝে পাওয়া যাবে না। আগামী ১১ থেকে ১৭ জানুয়ারি চলবে গঙ্গাসাগর মেলা।
এবারের ডার্বির আয়োজক মোহনবাগান। তাদের কাছে ইতিমধ্যেই এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি দিন দুয়েক আগে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফেও ডার্বিতে পুলিশ নিরাপত্তা দিতে না পারা নিয়ে চিঠি দেওয়া হয়।
প্রশ্ন উঠছে, ভরা আইএসএল সূচির মধ্যে ডার্বির দিন বদল আদৌ সম্ভব কিনা? হয় একদম লিগ শিল্ড শেষ হওয়ার আগে করতে হবে অথবা ডার্বি অন্য শহরে স্থানান্তরিত করতে হবে। অন্য রাজ্যে গেলে ওড়িশাতে হওয়ার সম্ভাবনাই প্রবল।
এখন এফএসডিএলের সিদ্ধান্তের দিক তাকিয়ে কলকাতার দুই প্রধান। যদিও মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানান, 'ক্রীড়ামন্ত্রী যেখানে বলে দিয়েছে পুলিশের নিরাপত্তা দেওয়া সম্ভব নয় সেখানে কিছু বলার নেই। আমরা তো পুলিশের সঙ্গে ঝগড়া করতে পারব না। দেখা যাক এফএসডিএল কী জানায়।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন