Champions Trophy 25: শামি থেকে রোহিত, বাংলাদেশ ম্যাচে একাধিক রেকর্ড ভারতীয় ক্রিকেটারদের

People's Reporter: বল হাতে নেমেই রেকর্ড গড়লেন শামি। বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হলেন তিনি।
গতকাল ম্যাচের দৃশ্য
গতকাল ম্যাচের দৃশ্যছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করেছে ভারত। আর উদ্বোধনী ম্যাচেই একাধিক রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটাররা। একনজরে সেই রেকর্ডগুলি দেখা যাক।

বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ব্যাট করতে নেমে ৩৫ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। তারপর রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডিয়ার ভুলে ২২৮ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। ১৫৪ রানের পার্টনারশিপ গড়েন তৌহিদ হৃদয় (১১৮ বলে ১০০ রান) এবং জাকের আলি (১১৪ বলে ৬৮ রান)।

বল হাতে নেমেই রেকর্ড গড়লেন শামি। বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হলেন তিনি। ভারতের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় ফাস্ট বোলার হিসেবে দ্রুততম ২০০ উইকেট পেয়েছেন তিনি। ১০২ ম্যাচে ২০০ উইকেট নিয়ে তালিকায় শীর্ষে আছেন মিচেল স্টার্ক। শামি নিলেন ১০৪ ম্যাচ।

অন্যদিকে, ব্যাট করতে নেমেও রেকর্ড গড়লেন অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এই তালিকায় প্রথমে আছেন বিরাট কোহলি। তিনি ২২২ ইনিংসে ১১ হাজার রান পূরণ করেছিলেন তিনি। রোহিত করলেন ২৬১ ইনিংসে।

২৭৬ ইনিংসে ১১ হাজার রান করেছিলেন শচীন তেন্ডুলকর। রিকি পন্টিং ২৮৬ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। ২৮৮ ইনিংসে ১১ হাজার রান করেছিলেন সৌরভ গাঙ্গুলি। এছাড়া চতুর্থ ভারতীয় হিসেবেও একদিনের ক্রিকেটে ১১ হাজার রান সম্পূর্ণ করলেন হিটম্যান।

১৫ রানের জন্য রেকর্ড হাতছাড়া হল বিরাট কোহলি। ব্যাট করতে নামার আগে একদিনের ক্রিকেটে ১৪ হাজার রান পূরণের জন্য বিরাটের প্রয়োজন ছিল ৩৭ রান। কিন্তু তিনি ২২ রান করে আউট হয়ে যান। তবে ফিল্ডিং-এ ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের সাথে একদিনের ক্রিকেটে যৌথভাবে ক্যাচ ধরার নজির গড়লেন। ভারতের হয়ে ওডিআই ক্রিকেটে এখনও পর্যন্ত ১৫৬টি ক্যাচ ধরেছেন বিরাট। তবে আজহারউদ্দিনকে টপকানো শুধু সময়ের অপেক্ষা।

উল্লেখ্য, পাকিস্তান ম্যাচের আগে বাংলাদেশের বিরুদ্ধে জয় বাড়তি অক্সিজেন যোগাচ্ছে ভারতকে। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইতেই হবে ভারত-পাক মহারণ। বাবর আজমদের কাছে কার্যত 'ডু অর ডাই' ম্যাচ এটি।

গতকাল ম্যাচের দৃশ্য
ISL 2024-25: ১১ দিনে ৪ ম্যাচ, FSDL-কে ISL ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইস্টবেঙ্গলের!
গতকাল ম্যাচের দৃশ্য
Champions Trophy 25: আজ ভারত-বাংলাদেশ দ্বৈরথ, দুবাইয়ের মাটিতে রোহিতদের হারাতে মরিয়া শান্তরা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in