
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ক্রিকেটার যশ দয়ালের (২৭) বিরুদ্ধে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। এখনও পর্যন্ত যশ দয়ালের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানান, রবিবার যশ দয়ালের বিরুদ্ধে গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় এফআইআর দায়ের করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৬৯ ধারায় (বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতন) মামলা রুজু হয়েছে।
১৪ জুন মহিলাদের হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানাতে চেয়েছিলেন ওই মহিলা। কিন্তু কোনও লাভ না হওয়ায় গত ২১ জুন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অনলাইন-র মাধ্যমে অভিযোগ জানান ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয় মুখ্যমন্ত্রীর দফতর। গাজিয়াবাদের সার্কেল অফিসারকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়। আগামী ২১ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করারও নির্দেশ রয়েছে বলে খবর।
মহিলার অভিযোগ, ৫ বছর ধরে যশ দয়ালের সাথে তাঁর সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়েছেন যশ দয়াল।
নির্যাতিতা মহিলা আরও জানান, “যশ দয়াল আমাকে তাঁর পরিবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তাঁরা আমার সাথে তাঁদের পুত্রবধূর মতো আচরণ করত। কিন্তু, এই সম্পর্ককে কেবল শারীরিক ও মানসিক শোষণের জন্য ব্যবহার করেছেন। আমার সাথে থাকাকালীন আরও মহিলার সাথে তাঁর সম্পর্ক ছিল। এই বিষয়ে জানতে চাইলেই আমার উপর শারীরিক নির্যাতন চালাতেন”।
পাশপাশি তিনি বলেন, “তিনি আমার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিলেন এবং আমাকে তাঁর উপর নির্ভরশীল করে তুলেছিলেন। আমি আর্থিক ও মানসিক দুভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছি। বেশ কিছুদিন ধরে বিষণ্ণতায় ভুগছিলাম। মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে একাধিকবার আত্মহত্যারও চেষ্টা করেছিলাম।"
উল্লেখ্য, ২০২৫ সালে আরসিবিকে আইপিএল চ্যাম্পিয়ন করার পিছনে যশ দয়ালের ভূমিকা অনবদ্য। তিনি ১৫টি ম্যাচ খেলে ১৩টি উইকেট নিয়েছিলেন। ২০২৪ মরসুমে আরসিবির হয়ে ১৪ ম্যাচে ১৫টি উইকেট সংগ্রহ করেছিলেন। তার আগে ২০২২ ও ২০২৩ মরসুমে গুজরাট টাইটান্সের হয়ে খেলেন যশ দয়াল।