

রেকর্ড আর রোনাল্ডো দুটোই যেন সমার্থক। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক নজির গড়ে ফেললেন পর্তুগীজ যুবরাজ। বিশ্বের প্রথম পুরুষ ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন তিনি। উল্লেখ্য, মহিলাদের বিশ্বকাপের পাঁচটি আলাদা আলাদা আসরে গোল করার নজির রয়েছে ব্রাজিলের ফরোয়ার্ড মার্তার দখলে।
বৃহস্পতিবার ঘানার বিপক্ষে ৬৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রোনাল্ডো। আর এই গোলের সাথে সাথেই তাঁর মুকুটে জুড়ে যায় আরও একটি রঙিন পালক।
২০০৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে ইরানের বিরুদ্ধে পেনাল্টিতে গোল করেছিলেন। তারপর থেকে বিশ্বকাপের প্রতিটি আসরেই গোল করে চলেছেন। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এবং ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে একটি করে গোল করেন রোনাল্ডো। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চারটি গোল করেন। যার মধ্যে ছিল স্পেনের বিরুদ্ধে দুর্দান্ত এক হ্যাটট্রিক। এবার কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল পেলেন। সবমিলিয়ে পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ীর আন্তর্জাতিক গোলের সংখ্যা দাঁড়ালো ১১৮। বিশ্বকাপে গোলের সংখ্যা হল ৮ টি।
বিশ্বকাপের পর পর চার আসরে গোল করার নজির রয়েছে ফুটবল সম্রাট পেলে (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০), জার্মানির মিরোস্লাভ ক্লোজে (২০০২, ২০০৬, ২০১০, ২০১৪) এবং উই সিলারের (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়িয়ে গেলেন তাঁদের।
এদিন ৬৫ মিনিটে রোনাল্ডোর গোলে পিছিয়ে যাওয়ার অল্প সময় বাদেই ঘানা সমতা ফিরে পায়। তবে জোয়াও ফেলিক্স এবং রাফায়েল লিয়াও অল্প সময়ের মধ্যেই পর্তুগালকে ৩-১ গোলের লীড এনে দেন। ঘানা এরপর একটি গোল পরিশোধ করলেও পর্তুগাল ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন