
ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বেলজিয়াম। ১৯৯৮ সালের পর এই প্রথমবার শেষ ষোলোতে জায়গা করে নিতে পারলো না ফিফা র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা দেশটি। দলের এই হার মেনে নিতে পারেননি কোচ রবার্টো মার্টিনেজ। হারের দায় মাথায় নিয়েই পদত্যাগ করলেন তিনি।
ম্যাচ শেষে মার্টিনেজ বলেন, "জাতীয় দলের কোচ হিসেবে এটাই আমার শেষ ম্যাচ ছিল। দলের ফুটবলার এবং কোচিং স্টাফদের আমি বিদায় জানাচ্ছি। এই হারের দায় আমার।"
কানাডার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করলেও মরক্কোর কাছে হেরে বড় ধাক্কা খায় বেলজিয়াম। সেই প্রসঙ্গে মার্টিনেজ বলেন, "কানাডার বিপক্ষে আমরা জিতেছিলাম। কিন্তু ভালো খেলতে পারিনি। মরক্কো আমাদের বিপক্ষে যোগ্য দল হিসেবে জিতেছে।"
ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততেই হতো বেলজিয়ামকে। আর ড্র করলেও কানাডার বিপক্ষে মরক্কোর হারের দিকে তাকিয়ে থাকতে হতো। কিন্তু দুরন্ত ছন্দে থাকা মরক্কো কানাডার বিপক্ষে কোনো ভুল করলো না। ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নিলেন হাকিম জিয়েচরা। দুর্দান্ত ফুটবল খেলে ১৯৮৬ সালের পর প্রথমবারের মত নক আউট নিশ্চিত করে মরক্কো, সেটাও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই!
শেষ ষোলোতে মরক্কো মুখোমুখি হবে লুইস এনরিকের স্পেনের বিপক্ষে। আর লুকা মড্রিচের ক্রোয়েশিয়া নামবে 'সামুরাই ব্লু' জাপানের বিপক্ষে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন