Santosh Trophy: সন্তোষ ট্রফি ফাইনালে উপস্থিত থাকবেন ফিফা সভাপতি!

People's Reporter: আসন্ন সন্তোষ ট্রফির মূল পর্বের আসর বসতে চলেছে অরুণাচল প্রদেশে। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে আমন্ত্রণ জানানো হবে।
জিয়োভানি ইনফান্তিনো
জিয়োভানি ইনফান্তিনোছবি - ফিফার ট্যুইটার হ্যান্ডেল

কল্যাণ চৌবে ফিফা সভাপতি হওয়ার পরে একের পরে এক মাস্টারস্ট্রোক দিয়েছেন। সেটা গতবারের সন্তোষ ট্রফি ফাইনাল বিদেশে করা হোক বা ঘরোয়া লিগে বিদেশী না খেলানোর সিদ্ধান্ত। এবার ফের একবার বড় সিদ্ধান্ত নিলেন তিনি।

আসন্ন সন্তোষ ট্রফির ফাইনালে উপস্থিত থাকতে পারেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। আসন্ন সন্তোষ ট্রফির মূল পর্বের আসর বসতে চলেছে অরুণাচল প্রদেশে।

এই প্রসঙ্গে কল্যাণ চৌবে জানান, সন্তোষ ট্রফির প্রতিযোগিতার সাথে জুড়ে যেতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে আমন্ত্রণ জানানো হবে। আসন্ন সন্তোষ ট্রফির ফাইনালে ফিফা সভাপতির উপস্থিতি বাড়তি আকর্ষণ আনবে। মার্চ মাসের ৯ অথবা ১০ তারিখ হতে পারে সন্তোষ ট্রফির ফাইনাল।

ফেডারেশন সভাপতি আরও বলেন, "আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি ভারতে একটি বিশ্বমানের অ্যাকাডেমি হতে চলেছে। ফিফার সঙ্গে যৌথ ভাবে স্টেট-অফ-দ্য-আর্ট সেন্ট্রালাইজড অ্যাকাডেমি আনতে চলেছে। যেখানে আর্সেন ওয়েঙ্গার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। ভারতে ভবিষ্যতের তারকা তুলে আনার জন্য তাঁর অভিজ্ঞতা সাহায্য করবে।"

ফিফা গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান আর্সেন ওয়েঙ্গারও ভারতে আসতে চলেছেন কিছু দিন পরে। তবে এতকিছুর পরেও বাংলার সন্তোষ ট্রফি থেকে বিদায় নিয়েছে ফলে হতাশ কিন্তু বাংলার ফুটবল প্রেমীরা।

জিয়োভানি ইনফান্তিনো
Cricket World Cup 2023: অপরাজিত থেকেই ভারত বিশ্বকাপ জিতুক: সৌরভ গাঙ্গুলি
জিয়োভানি ইনফান্তিনো
IPL 2024: অনুশীলনে ঋষভ পান্ত! দীর্ঘক্ষণ আলোচনা সৌরভ, পন্টিং-র সাথে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in