Cricket World Cup 2023: অপরাজিত থেকেই ভারত বিশ্বকাপ জিতুক: সৌরভ গাঙ্গুলি
বিশ্বকাপের মাঝেই দিল্লি ক্যাপিটালসের অনুশীলন শুরু হয়েছে। টিম ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি সব পরিচালনা করছেন। সঙ্গে আছেন হেড কোচ রিকি পন্টিং। তবে সৌরভ কিন্তু বিশ্বকাপ দেখতে ভুলছেন না। তিনি চান অপরাজিত রেকর্ড ধরে রাখুক টিম ইন্ডিয়া।
ভারত বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছে গেছে। ২০০৩ সালে বিশ্বকাপে ভারতের অধিনায়ক থাকা সৌরভ গাঙ্গুলি এই প্রসঙ্গে বলেন, 'ভারত কিন্তু দারুণ ক্রিকেট খেলছে। আমি তো চাই, ১১তে ১১ করে বিশ্বকাপ জিতুক রোহিতরা। আমরাও ৮টা জিতেছিলাম টানা। রোহিতরা যেন না থামে। সব ম্যাচই জিতুক।'
বৃহস্পতিবার অনুশীলন শেষে গ্লেন ম্যাক্সওয়েলের আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত ম্যাচ জেতানো ইনিংস দেখে সৌরভ বললেন, 'ম্যাক্সওয়েল অবিশ্বাস্য ইনিংস খেলে গেল। ওই রকম চোট নিয়ে এমন ব্যাট করা সত্যিই কঠিন। তার মধ্যেও যে এমন খেলা যায়, ম্যাক্সওয়েলকে না দেখলে বিশ্বাস হত না।'
অন্যদিকে পথ দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার ১০ মাস পরে ঋষভ পন্থ অনুশীলনে ফিরলেন। টিমের অনুশীলনে যোগ দিয়েছেন। কিন্তু অনুশীলন করেননি। সৌরভ বলেন, 'ঋষভ পান্ত এসেছিল। টিম নিয়ে ওর সঙ্গে কথা হয়েছে। ও তো ক্যাপ্টেন। নিলাম নিয়েও আলাদা করে কথা বলেছি। ও এখন ঠিকঠাক আছে। আশা করছি কয়েকদিনের মধ্যেই অনুশীলন শুরু করবে। ওই পরের মরসুমে ক্যাপ্টেন্সি করবে আমাদের।'
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন