Cricket World Cup 2023: 'ICC পরিচালনা করে ভারতই' - রোহিতদের কাছে লজ্জাজনক হারের পর সরব লঙ্কান সাংসদ

People's Reporter: সাংসদ বিমল উইরাওয়ানসা বলেন, ভারতই আইসিসি পরিচালনা করে। নয়তো ভারতের খেলাগুলোতেই বিশেষ ব্যবস্থাপনা বা অনুষ্ঠান করা হচ্ছে।
ভারতীয় ক্রিকেট টিম
ভারতীয় ক্রিকেট টিমছবি - বিসিসিআই-র ট্যুইটার
Published on

২০২৩ বিশ্বকাপ নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার বিসিসিআই এবং আইসিসিকে একযোগে আক্রমণ করলেন শ্রীলঙ্কার সাংসদ বিমল উইরাওয়ানসা। পাশাপাশি ভারত-শ্রীলঙ্কা ম্যাচ নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৫০ রানে অল আউট করে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। বিশ্বকাপেও সেই ছবি বদলালো না। প্রথম ব্যাট করে ৩৫৬ রান তুলেছিল রোহিত বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে আউট হয়ে যায় লঙ্কান শিবির। এই হার কিছুতেই হজম কর‍তে পারছেন না শ্রীলঙ্কাবাসী। এবার আইসিসি ও বিসিসিআই-র সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন শ্রীলঙ্কার সাংসদ বিমল।

বিমল উইরাওয়ানসা বলেন, ভারতই আইসিসি পরিচালনা করে। নয়তো ভারতের খেলাগুলোতেই বিশেষ ব্যবস্থাপনা বা অনুষ্ঠান করা হচ্ছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোনো অনুষ্ঠান নেই এদিকে পাকিস্তান বনাম ভারত ম্যাচে তারকাখচিত অনুষ্ঠান হলো। তাছাড়া ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার এইভাবে আউট হয়ে যাওয়াটাও রহস্যজনক।

সাংসদ বিমল শ্রীলঙ্কার অধিনায়কের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ। তিনি বলেন, "শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিসকে টসে জিতলে প্রথমে বল করার পরামর্শ দিয়েছিলেন মাহেলা জয়বর্ধনে। আবার ভারতও প্রথমে ব্যাট করতেই চেয়েছিল। কুশল সেই সুযোগটাই করে দিলেন। এর একটা তদন্ত হওয়া উচিত"।

শুধু শ্রীলঙ্কার সাংসদই নন, ভারত ও আইসিসির সম্পর্ক নিয়ে কয়েকদিন আগেই প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার হাসান রাজা। তিনি বলেছিলেন, "সন্দেহ হচ্ছে বোলিং নিয়ে। শ্রীলঙ্কার বোলারদের বল বেশি স্যুইং করেনি। কিন্তু শামি, সিরাজরা বল করতে এলেই বল অতিরিক্ত স্যুইং হচ্ছে। মনে হচ্ছে বিসিসিআই এবং আইসিসি দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের জন্য বিশেষ রহস্যজনক বল ব্যবহার করেছে। এর যথাযথ তদন্ত হওয়া দরকার"।

ভারতীয় ক্রিকেট টিম
AIFF: এক বছর যেতে না যেতেই বিবাদ, বরখাস্ত ফেডারেশনে সচিব সাজি প্রভাকরণ!
ভারতীয় ক্রিকেট টিম
Sport Expo: মিলন মেলা প্রাঙ্গনে 'খেলার' মেলা! কবে থেকে শুরু জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in