
ইজরায়েলের পাশে দাঁড়ালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। প্যালেস্টাইনে লাগাতার হামলার কারণে আন্তর্জাতিক ফুটবল থেকে ইজরায়েলকে নিষিদ্ধ করার দাবি তুলেছে বহু ইউরোপিয়ন দেশ। তবে ফিফা প্রেসিডেন্টের বক্তব্য, ফিফার কাজ হল ফুটবলের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করার।
নরওয়ে ও তুরস্ক সহ কয়েকটি ইউরোপীয় দেশ ইতিমধ্যেই ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফাকে আর্জি জানিয়েছে ইজরায়েলি দলগুলিকে নিষিদ্ধ করার জন্য। এমনকি স্পেনের মতো হাইপ্রোফাইল ফুটবল দল জানিয়েছে ইজরায়েল ২০২৬ বিশ্বকাপে খেললে তারা নাম প্রত্যাহার করে নেবে। যদিও জার্মানি ও ইজরায়েল এর বিরোধিতা করেছে।
সম্প্রতি জুরিখে ফিফার কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও বৈঠকের আলোচ্য বিষয় ইজরায়েল ছিল না। বৈঠক শেষে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ফিফার কাজ রাজনৈতিক সমস্যার সমাধান করা নয়। ফিফার দায়িত্ব হলো ফুটবলের মাধ্যমে শান্তি, ঐক্য এবং মানবিক মূল্যবোধ প্রচার করা। পরে তিনি প্যালেস্টাইন ফুটবল ফেডারেশনের প্রধান জিব্রিল রাজৌবের সাথেও বৈঠক করেন।
বর্তমানে বিশ্বকাপ ফুটবলের কোয়ালিফাইং গ্রুপে ইজরায়েল তৃতীয় স্থানে আছে। এই গ্রুপের শীর্ষে আছে নরওয়ে এবং দ্বিতীয় স্থানে আছে ইটালি। যদিও নরওয়ের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে থাকলেও ইটালির সঙ্গে একই সংখ্যক পয়েন্টে দাঁড়িয়ে আছে ইজরায়েল। ফলে তাদের সামনেও আগামী বিশ্বকাপে খেলার সুযোগ এখনও আছে। কারণ এই গ্রুপে ইজরায়েলের এখনও ৩ ম্যাচ খেলা বাকি। এই গ্রুপে এই তিন দল ছাড়াও আছে এস্তোনিয়া এবং মলডোভা। এই পাঁচ দলের পয়েন্ট যথাক্রমে ১৫, ৯, ৯, ৩ এবং ০। ইজরায়েল আগামী ১১ অক্টোবর অসলোতে নরওয়ের বিপক্ষে এবং ১৪ অক্টোবর উদিনেতে ইতালির বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে নামবে।
প্রসঙ্গত, স্পেনের প্রধানমন্ত্রী স্যানচেজ বলেন, রাশিয়ার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে ইজরায়েলের বিরুদ্ধেও সেই একই ব্যবস্থা নেওয়া উচিত। প্রসঙ্গত, ২০২২-এ ইউক্রেনে আক্রমণের পর ফিফা (FIFA) এবং উয়েফা (UEFA) সমস্ত ধরণের আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন