FIDE Women’s World Cup: ১৯ বছরেই ইতিহাস! প্রথম ভারতীয় মহিলা হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে দিব্যা

People's Reporter: সেমিফাইনালের আগে দিব্যা চতুর্থ রাউন্ডে দ্বিতীয় বাছাই চীনের ঝু জিনেরকে হারান এবং কোয়ার্টার ফাইনালে স্বদেশী হারিকা দ্রোণাভল্লিকে পরাজিত করেন।
দিব্যা দেশমুখ
দিব্যা দেশমুখছবি - International Chess Federation-র এক্স হ্যান্ডেল
Published on

প্রথম ভারতীয় মহিলা হিসেবে FIDE বিশ্বকাপের ফাইনালে উঠলেন ১৯ বছর বয়সী দাবাড়ু দিব্যা দেশমুখ। সেমিফাইনালে চীনের তান ঝোংই-কে (প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন) হারিয়ে এই কীর্তি গড়েছেন তিনি।  

সেমিফাইনালের দ্বিতীয় লেগে সাদা ঘুঁটি নিয়ে দিব্যা ১.৫-০.৫ ব্যবধানে জয় অর্জন করেন। প্রথম লেগে কালো ঘুঁটি নিয়ে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে এক দুর্দান্ত পারফরম্যান্সে তান ঝোংইকে হারান তিনি। এই জয়ের মাধ্যমে তিনি ক্যান্ডিডেটস টুর্নামেন্টের জন্যও যোগ্যতা অর্জন করলেন।

দিব্যার এই অসাধারণ যাত্রা তাঁকে প্রথম গ্র্যান্ডমাস্টার (জিএম) হওয়ার আশা যোগাচ্ছে। তিনি এখন ভারতের চতুর্থ মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়ার দৌড়ে রয়েছেন। এর আগে কোনেরু হাম্পি, হারিকা দ্রোণাভল্লি এবং আর. বৈশালী এই খেতাব অর্জন করেছেন।

সেমিফাইনালের আগে দিব্যা চতুর্থ রাউন্ডে দ্বিতীয় বাছাই চীনের ঝু জিনেরকে হারান এবং কোয়ার্টার ফাইনালে স্বদেশী হারিকা দ্রোণাভল্লিকে পরাজিত করেন।

ফাইনালে দিব্যার প্রতিপক্ষ হবেন ভারতের কোনেরু হাম্পি বা চীনের লেই টিংজি। দ্বিতীয় সেমিফাইনালের ফলাফলের উপর প্রতিপক্ষ নির্ধারিত হবে।

এই প্রথমবারের মতো দু’জন ভারতীয় খেলোয়াড় ক্যান্ডিডেটস টুর্নামেন্টে জায়গা পেতে পারেন। হাম্পি ফাইনালে উঠলে তাঁর যোগ্যতাও নিশ্চিত হবে, যদিও হেরে গেলেও তাঁর সামনে আরেকটি সুযোগ রয়ে যাবে।

FIDE মহিলা বিশ্বকাপ বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রের অন্যতম প্রধান ইভেন্ট, যেখানে তিনটি ক্যান্ডিডেটস স্থান নির্ধারিত থাকে। আগামী বছর এই টুর্নামেন্টের বিজয়ী বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জু ওয়েনজুনকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন।

দিব্যা দেশমুখ
ENG vs IND Test: বিরাট ধাক্কা ভারতের, পায়ে ফ্র্যাকচার, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ!
দিব্যা দেশমুখ
CFL: ডার্বিতে মহিলা দর্শকদের মাঠে আনতে অভিনব উদ্যোগ আইএফএ-র

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in