
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম দিনে খেলার সময় গুরুতর চোট পেয়ে ছিটকে গেলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর পরিবর্তে দলে নেওয়া হতে পারে আরেক উইকেটরক্ষক ব্যাটার ঈশান কিষাণকে। ঋষভের না থাকাটা ভারতের জন্য বিপজ্জনক হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
৬৮তম ওভারে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে পায়ে আঘাত পান পন্থ, গল্ফ কার্টে করে তাঁকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। তাঁর পা থেকে রক্তপাতও হতে দেখা যায়।
বোর্ড সূত্রে জানা গেছে, পন্থের পায়ের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়েছে এবং তাঁকে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এর অর্থ, তিনি শুধু এই টেস্ট নয়, ৩১ জুলাই থেকে শুরু হতে চলা পঞ্চম তথা শেষ টেস্টেও খেলতে পারবেন না।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুসারে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) একটি সূত্র জানায়, "স্ক্যান রিপোর্টে ফ্র্যাকচার ধরা পড়েছে পন্থের। মেডিকেল টিম তাঁর ব্যথা নিয়ন্ত্রণে রেখে ব্যাটিংয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তবে তিনি এখনও হাঁটার সময় সহায়তা নিচ্ছেন এবং ব্যাটিংয়ের সম্ভাবনা খুবই কম।"
পরিস্থিতি অনুযায়ী, ম্যানচেস্টার টেস্টের বাকি সময়ে পন্থের জায়গায় উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন ধ্রুব জুরেল। তবে যেহেতু জুরেল এর আগে ব্যাটিং করেননি, তাই তিনি ইনিংসে ব্যাট করতে পারবেন না। এর ফলে টিম ইন্ডিয়া কার্যত একজন ব্যাটার কম নিয়েই খেলতে বাধ্য হবে।
পঞ্চম টেস্টে পন্থের পরিবর্তে ঈশান কিষাণকে দলে নেওয়ার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যেই ইনজুরির কারণে ছিটকে গেছেন নীতিশ কুমার রেড্ডি। ইনজুরি রয়েছে আকাশ দীপ এবং অর্শদীপ সিং-এরও।
প্রাক্তন অজি তারকা রিকি পন্টিং এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন উভয়েই চোটের গুরুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পন্টিং স্কাই স্পোর্টসে বলেন, "পন্থ পায়ে ভর দিতে পারছিল না। আমার নিজের মেটাটারসালে চোট ছিল, তাই বুঝতে পারি এটা খারাপ কিছু।"
ভারতের ইনিংসে ঋষভ পন্থ ৩৭ রান করে চোট পান। দিনের শেষে ভারতের স্কোর ২৬৪/৪। ১৯ রান করে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন