
প্রয়াত বিখ্যাত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। এরপর গত শুক্রবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সোমবার সকালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর।
শিলিগুড়ির মাটিগাড়া এলাকার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় তাঁকে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। কথাও ভালো করে বলতে পারছিলেন না বাংলার টেবিল টেনিস জগতের 'উপেক্ষিত দ্রোণাচার্য'।
প্রসঙ্গত, এই ভারতী দেবীর হাত ধরে উঠে এসেছেন গণেশ কুন্ডু, মান্তু ঘোষ সহ বহু টেবিল টেনিস প্লেয়ার। শিলিগুড়িতে কোচিং করালেও কলকাতায় নিয়মিত যাতায়াত ছিল।
তাঁর মৃত্যুতে ক্রীড়ামহলে নেমে এসেছে শোকের ছায়া। রাজ্য সরকারের তরফে ২০১৯ সালে বঙ্গরত্ন এবং ২০২১ সালে ক্রীড়া দপ্তরের তরফে 'ক্রীড়া গুরু' সম্মানে ভূষিত করা হয়েছিল তাঁকে।
তাঁর ছাত্রী মান্তু ঘোষ বলেন, 'ভারতীদির প্রয়াণ ক্রীড়াজগতের এক অপূরণীয় ক্ষতি। তাঁর প্রশিক্ষণে অনেক তারকা টেবিল টেনিস খেলোয়াড় উঠে এসেছিল। আর ভারতীদিকে আমরা পাবো না ভেবে খারাপ লাগছে। যেখানেই থাকুক ভালো থাকুক। উনার আত্মার শান্তি কামনা করি'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন