আর্শদীপের খেলায় জাহির খানের ছায়া! তরুণ পেসারের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পাক তারকা

আর্শদীপের খেলা দেখে প্রাক্তন পাক তারকা নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ভারত নতুন জাহির খানকে পেয়েছে। আর্শদীপের কাছে গতি ও স্যুইং দুটোই আছে। বোলিং-র জন্য যে বুদ্ধি দরকার সেটাও তাঁর খেলায় প্রমাণ মিলেছে।
আর্শদীপের প্রশংসায় কামরান আকমল
আর্শদীপের প্রশংসায় কামরান আকমলগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

আর্শদীপ সিং-কে জাহির খানের সাথে তুলনা করলেন প্রাক্তন পাক তারকা কামরান আকমল। দুরন্ত বোলিং করে নিজের জাত ইতিমধ্যেই চেনাতে পেরেছেন আর্শদীপ। সমালোচিত হলেও ক্রিকেট অনুরাগীদের কথায় ভবিষ্যতে বহু দূর যাবেন এই তরুণ ক্রিকেটার।

এশিয়া কাপে পাকিস্তান ম্যাচে একটা ক্যাচ ফস যাওয়ায় ভারতীয় সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল আর্শদীপকে। শুনতে হয়েছিল তিনি খালিস্তানি। তবে উদীয়মান পেসারের পাশে ছিল দল। যার সুবাদেই দক্ষিণ আফ্রিকা ম্যাচে প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ ধ্বংস করেছেন তিনি। আর এই পারফরম্যান্সের জন্যে আর্শদীপের প্রশংসায় পঞ্চমুখ হলেন আর এক নামী পাক পেসার কামরান আকমল।

আর্শদীপের খেলা দেখে আকমল নিজের ইউটিউব চ্যানেলে বলেন, "ভারত নতুন জাহির খানকে পেয়েছে। আর্শদীপের কাছে গতি ও স্যুইং দুটোই আছে। বোলিং-র জন্য যে বুদ্ধি দরকার তারও প্রমাণ মিলেছে তাঁর খেলায়। আগামীদিনে তাঁর অভিজ্ঞতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বোলিং-এও আরও উন্নতি হবে। দলে আর্শদীপের মতো পেসার থাকায় বোলিং লাইন আপ বেশ শক্তিশালী হবে ভারতের। তাছাড়া জাহির খানের মতো বাঁ-হাতি পেসার দরকার ছিল ভারতীয় ক্রিকেট দলে।" পাক পেসারের এই মন্তব্য সমর্থনও করেছেন বহু ভারতীয়।

২০১৯ সালে আইপিএলে অভিষেক ঘটে আর্শদীপের। দুরন্ত পারফরম্যান্সের ফলে জাতীয় দলে ডাক পান তরুণ এই পেসার। চলতি বছরেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় জার্সিতে অভিষেক হয় তাঁর। পরে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৭ টা উইকেটও পেয়েছিলেন। এশিয়া কাপে নিজের সেরাটা দিয়েও কোথাও যেন হতাশা গ্রাস করেছিল তাঁকে। তবে ডি ককদের বিরুদ্ধে সুযোগ পেয়েই ছন্দে ফিরেছেন তিনি। আসন্ন টি-২০ বিশ্বকাপেও ১৫ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন। ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়াতে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ।

আর্শদীপের প্রশংসায় কামরান আকমল
Meta: আর কোনও নিয়োগ নয়, শীঘ্রই আরও ছাঁটাই - কর্মীদের হুমকি জুকারবার্গের
আর্শদীপের প্রশংসায় কামরান আকমল
Indian Super League 2022: দোরগোড়ায় ISL, এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার, গোলদাতা কে?

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in