Meta: আর কোনও নিয়োগ নয়, শীঘ্রই আরও ছাঁটাই - কর্মীদের হুমকি জুকারবার্গের

দ্য ভার্জের মতে, শেষ মিটিংয়ে জুকারবার্গ জানিয়েছেন, ‘আমাদের পরিকল্পনা হল আগামী বছরে হেডকাউন্ট বৃদ্ধির মাত্রা কমিয়ে আনা। অনেক গ্রুপকে (Group) ছোট করা হবে, যাতে আমরা ম্যান পাওয়ারকে অন্যত্র সরাতে পারি।’
Meta-তে কর্মী ছাঁটাইয়ের হুমকি জুকারবার্গের
Meta-তে কর্মী ছাঁটাইয়ের হুমকি জুকারবার্গেরফাইল ছবি
Published on

এমনিতেই, কর্মী নিয়োগ বন্ধ রেখেছে বিশ্বের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সংস্থা। তার মধ্যে আবার কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছেন মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)।

কর্মীদের সঙ্গে ফোনে গোপন কথাবার্তায় এই ইঙ্গিত দিয়েছেন ফেসবুক (Facebook)-এর মূল কোম্পানি মেটা (Meta)-র সিইও জুকারবার্গ। সম্প্রতি এক প্রতিবেদনে এমনই দাবি করেছে প্রযুক্তি ক্ষেত্রে অন্যতম অনলাইন সংবাদ মাধ্যম দ্য ভার্জে (The Verge)।

দ্য ভার্জের মতে, শেষ মিটিংয়ে জুকারবার্গ জানিয়েছেন, ‘আমাদের পরিকল্পনা হল আগামী বছরে হেডকাউন্ট বৃদ্ধির মাত্রা কমিয়ে আনা। অনেক গ্রুপকে (Group) ছোট করা হবে, যাতে আমরা ম্যান পাওয়ারকে অন্যত্র সরাতে পারি।’

গত মে মাসে, জুকারবার্গ ঘোষণা করেছিলেন, মেটায় কিছু ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হবে। তবে, বাস্তবে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই নিয়োগ স্থগিতের বিষয়টি কার্যকর হতে চলেছে।

জানা যাচ্ছে, বর্তমানে অর্থনৈতিক মন্দার জেরে খরচ কমাতে কর্মীদের ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছে মেটা। তাই, কর্মীদের কাজের ভিত্তিতে ৩০ থেকে ৬০ দিনের একটি ‘তালিকা’ তৈরি করছে মেটা।

আগামী কয়েকমাসে কমপক্ষে ১০ শতাংশ খরচ কমানোর পরিকল্পনা করেছে মেটা। রিপোর্ট অনুসারে, আরও বেশি সংখ্যক কর্মী যাদের চাকরি হারানোর সম্ভাবনা বেশি তাঁদের ৩০ দিনের তালিকা’ থেকে বাদ দেওয়া হচ্ছে।     

চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের শেষে মার্ক জুকারবার্গ পরিচালিত কোম্পানিতে ৮৩ হাজার ৫৫৩ জন কর্মী রয়েছে।

Meta-তে কর্মী ছাঁটাইয়ের হুমকি জুকারবার্গের
টুইটারে রাজনৈতিক বক্তব্য পছন্দ না হলেই অ্যাকাউন্ট ব্লকের নির্দেশ কেন্দ্রের, মামলা হাইকোর্টে
Meta-তে কর্মী ছাঁটাইয়ের হুমকি জুকারবার্গের
বিজ্ঞানে গবেষণার ক্ষেত্রে কয়েকশো পুরস্কার বাতিলের পথে মোদী সরকার!
Meta-তে কর্মী ছাঁটাইয়ের হুমকি জুকারবার্গের
Mid-Day Meal: যোগী রাজ্যে পড়ুয়াদের পাতে আবার নুন-ভাত! ভিডিও ভাইরাল - সাসপেন্ড প্রধান শিক্ষক

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in