Indian Super League 2022: দোরগোড়ায় ISL, এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার, গোলদাতা কে?

ইন্ডিয়ান সুপার লীগে সাধারণত সুনীল ছেত্রী কিংবা রয় কৃষ্ণার মতো তারকারা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় অবদান রাখেন। তবে ক্লাব গুলোর হয়ে চমক লাগিয়েছে একাধিক তরুণ প্রতিভাও।
আলফ্রেড লালরুৎসাং এবং কোমল থাটাল
আলফ্রেড লালরুৎসাং এবং কোমল থাটালগ্রাফিক্স - নিজস্ব

দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান সুপার লীগ। পূজোর পরেই বল গড়াবে ভারতীয় ক্লাব ফুটবলের সবচেয়ে এন্টারটেনিং গেমের। ৭ অক্টোবর কেরালা ব্লাস্টার্স বনাম ইমামি ইস্টবেঙ্গলের মধ্যেকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের মরশুম।

ইন্ডিয়ান সুপার লীগে সাধারণত সুনীল ছেত্রী কিংবা রয় কৃষ্ণার মতো তারকারা দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড় অবদান রাখেন। তবে ক্লাব গুলোর হয়ে চমক লাগিয়েছে একাধিক তরুণ প্রতিভাও। সেখান থেকে তাঁরা ফুটবলে নিজেদের পরিচিতিও গড়েছেন এবং কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে। আপনি কি জানেন আইএসএলের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ ফুটবলার কে? কোন ফুটবলারই বা সর্বকনিষ্ঠ গোলদাতা? চলুন দেখে নেওয়া যাক।

আইএসএলের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় কে?

আইএসএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হলেন আলফ্রেড লালরুৎসাং। ২০২০ সালের ২০ ফেব্রুয়ারী, ১৬ বছর ৭ মাস ১৮১ দিন বয়সে হায়দরাবাদের বিপক্ষে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে খেলতে নামেন আলফ্রেড। ৮১ মিনিটের মাথায় অ্যান্ড্রু কিওঘের বদলি হিসেবে খেলতে নেমে আইএসএলের রেকর্ড বুকে নাম লেখান তিনি। তার আগে এই রেকর্ড ছিল এটিকের কোমল থাটালের নামে। ২০২০ সালের ২৬ ডিসেম্বর থাটাল ব্যাঙ্গালুরুর বিপক্ষে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অভিষেক করেছিলেন।

আইএসএলে খেলা সর্বকনিষ্ঠ ৬ ফুটবলারের তালিকা -

১. আলফ্রেড লালরুৎসাং(নর্থইস্ট ইউনাইটেড)- ১৬ বছর, ৭ মাস, ২৫ দিন

২. কোমল থাটাল(এটিকে) - ১৭ বছর ৪ মাস ১০ দিন

৩. সন্দীপ মান্ডি(জামশেদপুর) - ১৭ বছর ৭ মাস ২২ দিন

৪. রোহেন সিং(ইস্টবেঙ্গল) - ১৭ বছর ৯ মাস ২৭ দিন

৫. তোম্বা সিং(ইস্টবেঙ্গল) - ১৭ বছর ১০ মাস ৩ দিন

৬. থৈবা সিং(ওড়িশা) - ১৭ বছর ১১ মাস ১১ দিন।

আইএসএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা কে?

আইএসএলের মঞ্চে সর্বকনিষ্ঠ গোলদাতার নজির রয়েছে কোমল থাটালের নামে। ২০১৮ সালের ৩১ অক্টোবর ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে এটিকের হয়ে মাত্র ১৮ বছর ১ মাস ১৩ দিন বয়সে গোল করেন থাটাল। তার আগে এই রেকর্ডের মালিক ছিলেন জেরি লালরিনজুয়ালা। ২০১৬ সালের ১লা ডিসেম্বর চেন্নাইয়ান এফসির হয়ে এফসি গোয়ার জালে ১৮ বছর ৪ মাস ১ দিন বয়সে গোল করেন তিনি।

আইএসএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা -

১. কোমল থাটাল(এটিকে) - ১৮ বছর ১ মাস ১৩ দিন

২. জেরি লালরিনজুয়ালা(চেন্নাইয়ান এফসি)- ১৮ বছর ৪ মাস ১ দিন

৩. লালরিনলিয়ানা হনামতে(ইস্টবেঙ্গল)- ১৮ বছর ৯ মাস ৪ দিন

৪. মালসাওমজুয়ালা(দিল্লি ডায়নামোস) - ১৯ বছর ২ মাস ৬ দিন

৫. দীপেন্দ্র নেগি - ১৯ বছর, ২ মাস, ৭ দিন

আলফ্রেড লালরুৎসাং এবং কোমল থাটাল
Indian Super League 2022: যে পাঁচ গোলকিপারের খেলা দেখার জন্য অধীর আগ্রহে ফুটবলপ্রেমীরা
আলফ্রেড লালরুৎসাং এবং কোমল থাটাল
IND VS SA: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাকি দুই ম্যাচে নেই বুমরাহ, দলে এলেন মহম্মদ সিরাজ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in