ENG Vs PAK: পাকিস্তান সফরে গিয়ে ঘোর বিপাকে ইংল্যান্ড, বেন স্টোকস সহ অসুস্থ অন্তত ১৪

ক্রিকেটার, সাপোর্ট স্টাফ মিলিয়ে অন্তত ১৪ জন ভুগছেন পেটের সমস্যায়। ইংল্যান্ড ক্রিকেটাররা রয়েছেন বিশ্রামে। মাত্র পাঁচ জন ক্রিকেটার এদিন প্র্যাকটিস করেছেন।
ইংল্যান্ড দল
ইংল্যান্ড দলছবি - ICC-র ট্যুইটার হ্যান্ডেল

পাকিস্তান সফরে গিয়ে ঘোর বিপাকে ব্রিটিশ ক্রিকেট দল। রাওয়ালপিন্ডি টেস্টের আগে অধিনায়ক বেন স্টোকস সহ ইংল্যান্ড দলের বেশিরভাগ ক্রিকেটার অজানা ভাইরাসে আক্রান্ত। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ মিলিয়ে অন্তত ১৪ জন ভুগছেন পেটের সমস্যায়। ইংল্যান্ড ক্রিকেটাররা রয়েছেন বিশ্রামে। মাত্র পাঁচ জন ক্রিকেটার এদিন প্র্যাকটিস করেছেন। বুধবার দুই অধিনায়কের সিরিজ ট্রফি উন্মোচনের একটি অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে স্টোকসকে সেরে উঠতে সময় দেওয়ার জন্য।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, "ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস সহ বেশ কিছু খেলোয়াড় ও স্টাফ সদস্য অসুস্থ বোধ করছেন। তাদের বিশ্রাম নিতে হোটেলে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।"

ব্রিটিশ মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়রা ভাইরাল ফুড পয়জনিংয়ে ভুগছেন। ১৬ জনের প্লেয়িং স্কোয়াডের প্রায় অর্ধেকই অসুস্থ। জো রুট, জ্যাক ক্রাওলি, হ্যারি ব্রুক, অলি পোপ, কিটন জেনিংস এবং কোচ ব্রেন্ডন ম্যাকালাম অনুশীলনের জন্য বুধবার মাঠে নেমেছিলেন। বাকি কোনো খেলোয়াড় অনুশীলনে অংশ নিতে পারেননি।

ব্রিটিশ ক্রিকেটাররা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় রাওয়ালপিন্ডি টেস্টে ব্রিটিশ দলে অনেক পরিবর্তন দেখা যেতে পারে। দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড দল। ইংল্যান্ড ও পাকিস্তান তিন টেস্টের সিরিজ লড়বে একে অপরের বিপক্ষে। দ্বিতীয় টেস্ট মুলতানে শুরু হবে ৯ ডিসেম্বর থেকে এবং তৃতীয় টেস্ট করাচিতে শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে।

ইংল্যান্ড দল
IND VS NZ: বৃষ্টিতে পরিত্যক্ত আরও একটি ম্যাচ, ওডিআই সিরিজ জয় নিউজিল্যান্ডের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in