

ক্রাইস্টচার্চে বৃষ্টির জন্য ফের ভেস্তে গেল নিউজিল্যান্ড বনাম ভারতের ম্যাচ। তৃতীয় ওডিআই ম্যাচ ভেস্তে যাওয়ায় সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলো কিউইরা। দ্বিতীয় ইনিংসে ২০ ওভারের খেলা সম্পন্ন হলেই ডাকওয়ার্থ-লুইস নিয়মে ম্যাচের ফলাফল নির্ধারিত হতো। সেক্ষেত্রে নিউজিল্যান্ড এতটাই এগিয়ে ছিল যে, ম্যাচ জিতে নিত তারা। কিন্তু দ্বিতীয় ইনিংসে খেলা হয় ১৮ ওভার। যে কারণে খেলা পরিত্যক্ত ঘোষণা করতে হয়।
টি-টোয়েন্টি সিরিজেও ছিল একই ছবি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচেই ফলাফল পাওয়া যায়। সেই ম্যাচ ভারত জিতে সিরিজ নিজেদের করে। তবে ওডিআই সিরিজে ফলাফল বিপরীত। অকল্যান্ডে প্রথম ম্যাচে বড় জয় তুলে নেয় কিউইরা। হ্যামিলটনে দ্বিতীয় ম্যাচ এবং ক্রাইস্টচার্চে তৃতীয় ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে।
এদিন টসে হেরে প্রথম দফায় ব্যাট করতে নেমে ভারত খুব একটা ভালো প্রদর্শন করতে পারেনি। ২১৯ রানেই অল আউট হয়ে যায় ধাওয়ানরা। ভারতের হয়ে এই ম্যাচে একমাত্র অর্ধশতরান করেন ওয়াশিংটন সুন্দর (৫১)। এছাড়া বড় ইনিংস বলতে শ্রেয়স আইয়ার করেন ৪৯ রান।
নিউজিল্যান্ডের হয়ে এই ম্যাচে তিনটি করে উইকেট নেন ডেরিল মিচেল এবং অ্যাডাম মিলনে। দুটি উইকেট নেন টিম সাউদি। একটি করে উইকেট নেন লকি ফার্গুসন এবং মিচেল স্যান্টানার।
লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৮ ওভারেই ১০৪ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। ফিন অ্যালান ৫৭ রান করে ফিরে যান। ডেভন কনওয়ে অপরাজিত থাকেন ৩৮ রানে। বৃষ্টিতে এরপর আর খেলা সম্ভব হয়নি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন