ENG vs IND Test: কাঁধে গুরুতর চোট ওকসের, মাঠে না ফেরার আশঙ্কা! উদ্বেগ বাড়ছে ইংল্যান্ড শিবিরে

People's Reporter: লং-অফে করুণ নায়ারের একটি বল বাউন্ডারি থেকে আটকাতে গিয়ে বাঁ কাঁধে আঘাত পান ওকস। যার ফলে ম্যাচে তাঁর বোলিং চালিয়ে যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আহত ক্রিস ওকস
আহত ক্রিস ওকসছবি - আইসিসির এক্স হ্যান্ডেল
Published on

ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টের প্রথম দিনের শেষের দিকে গুরুতরভাবে চোট পান ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস (Chris Woakes)। জানা যাচ্ছে তাঁর চোট নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে ইংল্যান্ড শিবির। শেষ আপডেট অনুযায়ী, ওকসের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম।

ওভাল টেস্টে মাঠে ফিল্ডিং করতে গিয়ে বাঁ কাঁধে আঘাত পান ওকস। ফলে ম্যাচে তাঁর বোলিং চালিয়ে যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ঘটনাটি ঘটে লং-অফে করুণ নায়ারের একটি বল বাউন্ডারি থেকে আটকাতে গিয়ে। বলটি ঠেকাতে গিয়ে পড়ে যান ওকস এবং সঙ্গে সঙ্গেই কাঁধে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন। তাঁকে দেখা যায় সোয়েটার জড়িয়ে মাঠ ত্যাগ করতে। যা আরও উদ্বেগ বাড়িয়েছে ইংল্যান্ড সমর্থকদের।

খেলা শেষে সতীর্থ গাস অ্যাটকিনসন বলেন, "আমি এবিষয়ে খুব বেশি জানি না, তবে এটা ভালো দেখাচ্ছে না। সিরিজের শেষ খেলা, তাই কাউকে চোট পেতে দেখা সত্যিই দুর্ভাগ্যজনক। আশা করছি খুব খারাপ কিছু হবে না এবং যাই হোক না কেন আমরা ওর পাশে আছি।

এই টেস্টে ওকস এখনও পর্যন্ত ১৪ ওভার বল করে ৪৬ রান দিয়ে কেএল রাহুলের মূল্যবান উইকেটটি তুলে নিয়েছেন। তবে তাঁর চোট ইংল্যান্ড শিবিরে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। এর আগে অধিনায়ক বেন স্টোকস সহ একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটের কারণে বাইরে রয়েছেন।

ওকসের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বোলিং আক্রমণে অভিজ্ঞতার ঘাটতি তৈরি হবে। বাকি বোলারদের সম্মিলিত টেস্ট ম্যাচ সংখ্যা ১৮, যা প্রতিপক্ষ ভারতের বিপক্ষে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

প্রথম দিনে ১৯ ওভার বল করে ২ উইকেট নেওয়া অ্যাটকিনসন জানান, যদি ওকস না খেলতে পারেন, তবে তিনি আরও বেশি দায়িত্ব নিতে প্রস্তুত।

পঞ্চম টেস্টে একের পর এক উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ভারত। বিশেষ করে অধিনায়ক শুবমন গিলের রান আউট নিয়ে অসন্তুষ্ট ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদিও ভারতকে খেলায় রেখেছেন করুন নায়ার। দিনের শেষে ৯৮ বলে ৫২ রানে অপরাজিত আছেন তিনি। তাঁর সাথে ১৯ রান করে অপরাজিত রয়েছেন ওয়াশিংটন সুন্দর। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ভারতের সংগ্রহ ২০৪/৬।

আহত ক্রিস ওকস
'আমার ছেলেকে সুযোগ দেওয়া হয় না' – BCCI-র বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ ওয়াশিংটন সুন্দরের বাবার
আহত ক্রিস ওকস
ENG vs IND Test: সিরিজ হারলেই চাপে পড়বেন গম্ভীর, যেতে পারে কোচের পদ! দাবি প্রাক্তন অধিনায়কের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in