ENG vs IND Test: প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গিলের! ভাঙলের কোহলির রেকর্ডও

People's Reporter: চলতি সিরিজে এখনও পর্যন্ত ৬৯৭ রান করেছেন গিল। যা সেনা দেশে একটি টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটার হিসেবে সর্বাধিক রান।
 শুবমন গিল
শুবমন গিলফাইল ছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে ইংল্যান্ডের মাটিতে রেকর্ড গড়লেন শুবমন গিল (Shubman Gill)। চলতি টেস্ট সিরিজে এখনও পর্যন্ত ৬৯৭ রান করেছেন গিল। যা এশিয়ান ব্যাটার হিসেবে সর্বাধিক। পাশাপাশি সেনা দেশে গড়া বিরাট কোহলির রেকর্ডও ভেঙেছেন।

চতুর্থ দিনে ৬৬৯ রানে অল আউট হয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ০ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে ১৭৪ রানের পার্টনারশিপ গড়ে দলকে খেলায় ফেরান অধিনায়ক শুবমন গিল এবং কে এল রাহুল। চতুর্থ দিনের শেষে ২১০ বল খেলে ৮৭ রানে অপরাজিত আছেন রাহুল এবং ১৬৭ বল খেলে ৭৮ রানে অপরাজিত গিল।

চলতি সিরিজে এখনও পর্যন্ত ৬৯৭ রান করেছেন গিল। যা সেনা দেশে একটি টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটার হিসেবে সর্বাধিক রান। বিরাট কোহলি ২০১৪-১৫ মরসুমে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ৬৯২ রান করেছিলেন। সেই রেকর্ডও ভেঙে দিলেন গিল।

এছাড়া ভারতীয় ব্যাটার হিসেবে দেশ ও বিদেশ মিলিয়ে একটি টেস্ট সিরিজে সর্বাধিক রানের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন গিল। তাঁর আগে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং সুনীল গাভাসকর। ২০২৩-২৪ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের মাঠেই ৭১২ রান করেছিলেন যশস্বী। ১৯৭০-৭১ মরসুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭৭৪ রান করেছিলেন সুনীল গাভাসকর।

পাশাপাশি ইংল্যান্ডের মাটিতে একটি টেস্ট সিরিজে প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে এখনও পর্যন্ত ৬৫০-এরও বেশি রান করেছেন শুবমন। ২০০৬ সালে পাকিস্তানের মহম্মদ ইউসুফ ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ৬৩১ রান করেছিলেন। এতদিন সেটাই এশিয়ান ব্যাটারদের মধ্যে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে সর্বাধিক রান ছিল।

গিল ইতিমধ্যেই চলতি টেস্ট সিরিজে ৩টি সেঞ্চুরি করেছেন। পঞ্চম দিনে অপরাজিত ৭৮ রান থেকে সেঞ্চুরি করতে পারলেই সুনীল গাভাসকর এবং ডন ব্র্যাডম্যানকে স্পর্শ করবেন তিনি। দুই কিংবদন্তিই এক টেস্ট সিরিজে ৪টি করে সেঞ্চুরি করেছিলেন।

 শুবমন গিল
Asia Cup 2025: টি-২০ ফরম্যাটে হবে ২০২৫ এশিয়া কাপ, ভারত-পাকিস্তান ম্যাচ কবে? দেখুন একনজরে
 শুবমন গিল
ENG vs IND Test: ভুল সিদ্ধান্তেই লিড পেয়েছে ইংল্যান্ড! প্রশ্নের মুখে শুবমন গিলের অধিনায়কত্ব

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in