ENG vs IND Test: চতুর্থ টেস্ট জেতার জন্য কী করতে হবে ভারতকে? গিলের উদ্দেশ্যে পরামর্শ রাহানের!

People's Reporter: রাহানে বলেন, এখন ভারতের উচিত দলে একজন অতিরিক্ত বোলার অন্তর্ভুক্ত করা। কারণ আপনি ২০ উইকেট নিয়ে তবেই টেস্ট ম্যাচ বা সিরিজ জিততে পারবেন।
অজিঙ্কা রাহানে
অজিঙ্কা রাহানেছবি - অজিঙ্কা রাহানের ফেসবুক পেজ
Published on

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের আগে দল গঠনে বড় পরিবর্তনের দাবি জানিয়েছেন তারকা ক্রিকেটার অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তাঁর মতে পরবর্তী টেস্টে আরও একজন ফ্রন্টলাইন বোলার অন্তর্ভুক্ত করা দরকার।

লর্ডসে তৃতীয় টেস্টে লড়াকু মনোভাব দেখালেও ভারতের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড। সেই ম্যাচে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং আকাশ দীপ পেস আক্রমণের নেতৃত্ব দেন, সঙ্গে ছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ রেড্ডি।

রাহানের মতে, এই গঠনে একটি গুরুত্বপূর্ণ ঘাটতি ছিল। নিজের ইউটিউব চ্যানেলে রাহানে বলেন, “আমরা সবাই জানি যে চতুর্থ ও পঞ্চম দিনে ব্যাট করা কঠিন হয়ে যায়। হ্যাঁ, ইংল্যান্ড ভালো বোলিং করেছে। কিন্তু আমি মনে করি, প্রথম ইনিংসে বড় রান করতে না পারাই আমাদের পিছিয়ে দেয়। এখন ভারতের উচিত দলে একজন অতিরিক্ত বোলার অন্তর্ভুক্ত করা। কারণ আপনি ২০ উইকেট নিয়ে তবেই টেস্ট ম্যাচ বা সিরিজ জিততে পারবেন।”

অন্যদিকে, হেড কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুবমান গিল এই মুহূর্তে প্রথম একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা করছেন। গম্ভীর বরাবরই অলরাউন্ডারদের উপর ভরসা রাখেন, তবে এবার পরিস্থিতির কারণে দলে পরিবর্তন আনা হতে পারে। এমন গুঞ্জন উঠেছে যে, নীতিশ রেড্ডিকে বাদ দিয়ে স্পিনার কুলদীপ যাদবকে একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে।

রাহানে প্রশংসা করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ফিল্ডিং ও মনোযোগের। বিশেষ করে, লাঞ্চের ঠিক আগে তাঁর করা রান আউটকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত হিসেবে দেখছেন রাহানে। তিনি বলেন, “শুধু দুই-তিনটি বল বাকি থাকলে অনেকেই একটু অমনযোগী হয়ে পড়ে। কিন্তু স্টোকসের ফোকাস, বলের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি ও তীব্রতা সত্যিই প্রশংসনীয়। সেখান থেকেই ইংল্যান্ড ম্যাচে ফিরে আসে।”

এখন সকলের নজর ভারতের দল ঘোষণার দিকে। চতুর্থ টেস্টে সিরিজে সমতা ফেরাতে হলে ব্যাটিং ও বোলিং - দুই বিভাগেই ভারসাম্য বজায় রাখা জরুরি।

অজিঙ্কা রাহানে
ENG vs IND Test: বুমরাহ খেললে বেশিরভাগ টেস্ট ম্যাচ হারে ভারত! কটাক্ষ প্রাক্তন ক্রিকেটারের
অজিঙ্কা রাহানে
Real Madrid: কাঁধে অস্ত্রোপচার, লা লিগার শুরুতেই তারকা মিডফিল্ডারকে পাবে না রিয়াল মাদ্রিদ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in