
লর্ডস টেস্টের (Lords Test)) প্রথম দিনেই উদ্বেগ ভারত ও ইংল্যান্ড দুই শিবিরেই। চোট পেয়েছেন দুই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় - ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এবং ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)। স্টোকস মাঠে খেলা চালিয়ে গেলেও ঋষভের চোট কতটা গুরুতর তা বিস্তারিত জানা যায়নি। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেল প্রথম দিনের শেষ পর্যন্ত উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
ভারতীয় শিবিরে চোট নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার খেলার মাঝে ঋষভ পন্থ মাঠ ছেড়ে চলে যান। তিনি জসপ্রীত বুমরাহর একটি ডেলিভারি পায়ের পাশে আটকাতে গিয়ে আঙুলে আঘাত পান। প্রথমে আঘাতটি তেমন গুরুতর মনে না হলেও, চিকিৎসার পরে তিনি আর মাঠে ফেরেননি। তাঁর জায়গায় ধ্রুব জুরেলকে উইকেটের পেছনে দেখা যায়।
খেলা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত পন্থের চোটের খবর নিশ্চিত করলেও, চোটের গভীরতা সম্পর্কে বিস্তারিত জানায়নি।
ভারতের অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “আমি খেলার পরে সরাসরি মাঠ থেকে বেরিয়ে এসেছি, তাই বিস্তারিত কিছু জানি না। তবে সম্ভবত আগামীকাল সকালে আমরা আরও কিছু জানতে পারব।”
অন্যদিকে, প্রথম দিনের খেলার সময় ব্যাট করতে গিয়ে কুঁচকির সমস্যায় পড়েন স্টোকস। মাঠেই চিকিৎসা নিতে হয় তাঁকে। যদিও পরে তিনি জো রুটের সঙ্গে ক্রিজে থেকে খেলা চালিয়ে যান। খেলা শেষ হওয়ার সময় স্টোকস ৩৯ রানে অপরাজিত ছিলেন এবং জো রুট অপরাজিত ৯৯ রানে। ইংল্যান্ড স্কোরবোর্ডে তোলে ২৫১/৪।
ইংল্যান্ড ব্যাটসম্যান ওলি পোপ বলেন, “আশা করছি গুরুতর কিছু নয়। আমরা সামনে আরও বড় ম্যাচের দিকে এগোচ্ছি। এই টেস্টের বাকি দিনগুলো ছাড়াও ওল্ড ট্র্যাফোর্ড ও দ্য ওভালের দুটি গুরুত্বপূর্ণ টেস্ট রয়েছে। সেক্ষেত্রে স্টোকসকে চোটমুক্ত থাকাটা জরুরি”।
এই দুই খেলোয়াড়ের চোট পরবর্তী ম্যাচে কী প্রভাব ফেলবে, তা জানা যাবে দ্বিতীয় দিনের সকালেই। তবে আশা করা হচ্ছে দু'জনেই বাকি তৃতীয় টেস্ট সহ বাকি টেস্টগুলির জন্যও সুস্থ থাকবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন