ENG vs IND Test: দ্রাবিড়ের জোড়া রেকর্ড ব্রেক, ভারতের বিরুদ্ধে ৩০০০ রান! আর কী কী নজির গড়লেন রুট?

People's Reporter: লর্ডসে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৯৯ বলে ১০৪ রান করেন রুট। টেস্ট কেরিয়ারে এটি তাঁর ৩৭তম সেঞ্চুরি।
জো রুট
জো রুটছবি - আইসিসির এক্স হ্যান্ডেল
Published on

তৃতীয় টেস্টে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) জোড়া রেকর্ড ভাঙলেন জো রুট (Joe Root)। টেস্টের ইতিহাসে তিনিই এখন সর্বাধিক ক্যাচের মালিক। তাঁর বর্তমান ক্যাচের সংখ্যা ২১১টি। রাহুল দ্রাবিড়ের ছিল ২১০টি।

কেন তাঁকে ইংল্যান্ড টেস্ট ক্রিকেটের অন্যতম স্তম্ভ বলা হয়, তা ফের একবার প্রমাণ করলেন রুট। লর্ডসে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৯৯ বলে ১০৪ রান করেন তিনি। টেস্ট কেরিয়ারে এটি তাঁর ৩৭তম সেঞ্চুরি। ১৫৬ ম্যাচে ২৮৪ ইনিংস খেলে ৩৭টি সেঞ্চুরি করেছেন তিনি। রাহুল দ্রাবিড় ১৬৪ ম্যাচে ২৮৬ ইনিং খেলে ৩৬টি টেস্ট সেঞ্চুরি করেছিলেন। এছাড়া অসস্ট্রেলিয়ার স্টিভ স্মিথেরও ৩৬টি টেস্ট সেঞ্চুরি রয়েছে।

পাশাপাশি ভারতের বিরুদ্ধে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির নিরিখে স্মিথকে স্পর্শ করলেন রুট। স্মিথ ভারতের বিরুদ্ধে ৪৬ ইনিংসে ১১টি টেস্ট সেঞ্চুরি করেছেন। রুট একই মাইলফলক স্পর্শ করতে ৬০ ইনিংস নিয়েছেন। তালিকায় তৃতীয় স্থানে আছেন গ্যারি সোবার্স। তিনি ৩০ ইনিংসে ৮টি সেঞ্চুরি করেছিলেন ভারতের বিরুদ্ধে।

তাছাড়া করুন নায়ারের ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটে সর্বাধিক ক্যাচের মালিক হলেন তিনি। এর আগে ২১০টি ক্যাচ ছিল রাহুল দ্রাবিড়ের। রুট বর্তমানে ২১১টি ক্যাচের মালিক। তাঁর টেস্ট কেরিয়ার এখনও অনেক বাকি। ফলে এই সংখ্যা কোথায় গিয়ে থামে সেটাই দেখার।

জো রুট টেস্ট ক্রিকেটের ইতিহাসে পঞ্চম ক্রিকেটার যিনি ঘরের মাঠে ৭০০০ রান পূরণ করেছেন। তিনিই লর্ডসের মাঠে সর্বাধিক রান সংগ্রহকারী। ৩৩ ম্যাচে রুটের রান ২৫৩১। রুটই প্রথম ব্যাটার যিনি ভারতের বিরুদ্ধে ৩০০০ টেস্ট রান সম্পূর্ণ করেছেন।

জো রুট
মাসে আয় ১৭ লক্ষ টাকা, রয়েছে ফার্মহাউস! প্রকাশ্যে নিহত টেনিস প্লেয়ার রাধিকার বাবার অগাধ সম্পত্তি
জো রুট
ENG vs IND Test: একাধিক রেকর্ডের সামনে অধিনায়ক শুবমন গিল, টপকাতে পারেন কিংবদন্তি ব্র্যাডম্যানকেও!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in