
ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন পেস তারকা জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। একাধিক সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। বুমরাহ'র বদলি হিসেব আকশ দীপকে প্রথম একাদশে দেখা যেতে পারে।
সিরিজের প্রথম, তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলেছিলেন বুমরাহ। তবে দ্বিতীয় টেস্টে, এজবাস্টনে, তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সিরিজের শুরুতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিল, বুমরাহ পাঁচটি ম্যাচ খেলবেন না। তিনটি টেস্ট খেলবেন।
ESPNcricinfo-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই-এর মেডিকেল টিম বুমরাহর পিঠের সুস্থতা এবং দীর্ঘমেয়াদি ফিটনেসকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে। বুমরাহর জায়গায় তরুণ পেসার আকাশ দীপকে চূড়ান্ত একাদশে দেখা যেতে পারে।
তবে দলের প্রধান কোচ গৌতম গম্ভীর সম্প্রতি জানান, এখনও পর্যন্ত একাদশ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, “বুমরাহ সহ সব বোলারই ফিট রয়েছে। কারা খেলবে তা এখনও ঠিক হয়নি।”
চতুর্থ টেস্টে বুমরাহ ৩৩ ওভার বল করেন। যা তাঁর টেস্ট কেরিয়ারের এক ইনিংসে সর্বোচ্চ। তবে ১০৩ রান দিয়ে মাত্র ২টি উইকেট পান। এটিই তাঁর প্রথম ইনিংসে ১০০-র বেশি রান দেওয়া।
শেষ টেস্টে বুমরাহর অনুপস্থিতি ভারতীয় পেস আক্রমণের ভারসাম্যে বড়সড় প্রভাব ফেলতে পারে। তবে তাঁর বিশ্রাম দীর্ঘমেয়াদে দলের জন্য লাভজনক প্রমাণিত হতে পারে।
উল্লেখ্য, লিডসে প্রথম টেস্টে ইংল্যান্ড ৫ উইকেটে জয়লাভ করে। দ্বিতীয় টেস্টে বার্মিংহামে ভারত রেকর্ড জয়ে সিরিজে সমতা ফেরায়। এরপর লর্ডসে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংল্যান্ড ২২ রানে জয় পায়। চতুর্থ টেস্টে ম্যানচেস্টারে ইংল্যান্ড জয়ের দোরগোড়ায় থাকলেও, ভারত ঐতিহাসিকভাবে ম্যাচ ড্র করে সিরিজে টিকে থাকে। ৩১ জুলাই অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে সিরিজ নির্ণায়ক টেস্ট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন