
ভারতের লর্ডস টেস্ট হারের কারণ খুঁজলেন প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে ঋষভ পন্থ এবং করুন নায়ারের আউটই ম্যাচের টার্নিং পয়েন্ট। ভারতীয় ব্যাটারদের ধৈর্যের অভাবে ম্যাচ হারতে হয়েছে বলে জানান শাস্ত্রী।
২২ রানের নাটকীয় জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারত অলআউট হয় মাত্র ১৭০ রানে। শাস্ত্রী আইসিসি-র ‘দ্য আইসিসি রিভিউ’ অনুষ্ঠানে বলেন, “এই টেস্ট ম্যাচে টার্নিং পয়েন্ট ছিল প্রথম ইনিংসে ঋষভ পন্থের রান আউট। মধ্যাহ্নভোজের ঠিক আগে বেন স্টোকসের উপস্থিত বুদ্ধিতে পন্থ রানআউট হয়ে যায়, যা ম্যাচের গতিপথই বদলে দেয়।”
তিনি আরও যোগ করেন, “স্টোকসের মানসিক দৃঢ়তা এবং নেতৃত্বের গুণ ভারতকে চালকের আসন থেকে সরিয়ে দেয়। ভারত এগিয়ে ছিল, কিন্তু ওই রানআউটেই ইংল্যান্ড ঘুরে দাঁড়ায়।”
চতুর্থ ইনিংসে ভারতের ব্যাটিং বিপর্যয় নিয়েও হতাশা প্রকাশ করেন শাস্ত্রী। করুণ নায়ারের এলবিডব্লিউ প্রসঙ্গে তিনি বলেন, “৪০/১ অবস্থানে থেকেও করুণ একদমই মনোযোগ ধরে রাখতে পারেনি। সরাসরি বল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে ইংল্যান্ডের জন্য দরজা খুলে যায়।”
ভারতের ব্যাটিং লাইনআপ প্রসঙ্গে শাস্ত্রী আরও বলেন, “সিরাজ, বুমরাহ বা জাদেজা যখন ব্যাট করছিল তখন দেখা গেছে বল পুরনো হয়ে গেলে খুব একটা সমস্যা হচ্ছিল না। যদি টপ অর্ডার ব্যাটাররা একটু বেশি ধৈর্য দেখাত, তাহলে ফল ভিন্ন হতে পারত।”
শুধু রবি শাস্ত্রীই নন, ঋষভ পন্থের রান আউট যে ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট তা সাংবাদিক সম্মেলনে স্বীকার করে নিয়েছেন ভারত অধিনায়ক শুবমন গিল।
চতুর্থ টেস্ট শুরু হবে ২৩ জুলাই থেকে। পরবর্তী দুই ম্যাচে পাওয়া যাবে না ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরকে। আঙুল ভেঙে যাওয়ার কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে লিয়াম ডসনকে।
চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ডের স্কোয়াড - বেন স্টোকস (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রাউলি, লিয়াম ডসন, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টাং এবং ক্রিস ওকস।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন