ENG vs IND Test: পঞ্চম টেস্টের আগে চিন্তায় ইংল্যান্ড, ছিটকে গেলেন বেন স্টোকস! বাদ জোফরা আর্চারও
পঞ্চম টেস্টের আগে বিরাট ধাক্কা ইংল্যান্ড শিবিরে। ফর্মে থাকা অলরাউন্ডার তথা দলের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) চোটের কারণে ছিটকে গেলেন। পাশাপাশি পঞ্চম টেস্টে প্রথম একাদশে রাখা হয়নি জোফরা আর্চারকেও। স্টোকসের বদলে অধিনায়কত্ব করবেন অলি পোপ।
৩১ জুলাই থেকে শুরু হচ্ছে ওভাল টেস্ট। তার আগে ডান কাঁধের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের পঞ্চম ও নির্ণায়ক ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। চতুর্থ টেস্টে মাঠে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স উপহার দেন স্টোকস। প্রথম ইনিংসে নেন ৫ উইকেট এবং ব্যাট হাতে ১৪১ রানের অসাধারণ ইনিংস খেলেন।
যদিও ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে পঞ্চম টেস্টে অংশ নেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু শেষ পর্যন্ত ইনজুরির কারণে বাদই পড়লেন।
স্টোকস বলেন, “আমি স্পষ্টতই হতাশ। আমার ডান কাঁধে ভালো রকম চোট লেগেছে। আমি এখনই রিহ্যাব শুরু করব এবং শীতকালীন সিরিজগুলোর প্রস্তুতি নিয়ে ভাবব।”
পাশপাশি ইংল্যান্ড দলে বেশ কয়েকটি পরিবর্তনও হয়েছে। টানা ম্যাচ খেলার ফলে বোলিং ইউনিটে বিশ্রাম দেওয়া হয়েছে বেশ কয়েকজনকে। কেবল ক্রিস ওকসকে দলে রাখা হয়েছে। বাদ পড়েছেন জোফরা আর্চার, ব্রাইডন কার্স ও লিয়াম ডসন। দলে সুযোগ পেয়েছেন গাস অ্যাটকিনসন, জশ টং ও জ্যাকব বেথেল। চতুর্থ টেস্টের পর স্কোয়াডে যোগ দেওয়া জেমি ওভারটনও রয়েছেন মূল দলে।
স্পিন বিভাগের নেতৃত্বে থাকবেন বেথেল, তার সঙ্গী হবেন অভিজ্ঞ জো রুট। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা অ্যাটকিনসনও ফিরলেন।
ইংল্যান্ড এই টেস্টে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে নামবে। ভারত শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করতে মরিয়া।
শেষ টেস্টে ইংল্যান্ড দল:
অলি পোপ (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জশ টং, জেমি ওভারটন, জ্যাকব বেথেল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন