WCL 2025: 'দেশ আগে, ব্যবসা পরে' - লেজেন্ডস লিগের সেমিতে পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক ভারতের স্পনসরের!

People's Reporter: EaseMyTrip-র সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি জানিয়ে দেন যে তাঁদের সংস্থা এই ম্যাচের সঙ্গে আর যুক্ত থাকবে না।
লেজেন্ডস লিগের দৃশ্য
লেজেন্ডস লিগের দৃশ্যছবি - X
Published on

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস (WCL)-এর ভারত বনাম পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ ঘিরে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই সরে গেল অন্যতম প্রধান স্পনসর EaseMyTrip। পাকিস্তানের সাথে এই ম্যাচ ভারত খেলুক তা চায় না সংস্থাটি।

EaseMyTrip-র সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি জানিয়ে দেন যে তাঁদের সংস্থা এই ম্যাচের সঙ্গে আর যুক্ত থাকবে না। পিট্টির মন্তব্যে স্পষ্ট যে তাঁরা একটি বার্তা দিতে চান, সন্ত্রাসবাদকে সমর্থনকারী কোনও দেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক মেনে নিতে রাজি নন।

নিশান্ত পিট্টি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, “আমরা টিম ইন্ডিয়াকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য সাধুবাদ জানাই। আপনারা দেশকে গর্বিত করেছেন। তবে, পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সেমিফাইনাল কেবল একটি খেলা নয়। সন্ত্রাস এবং ক্রিকেট একসাথে চলতে পারে না।”

তিনি আরও বলেন, “EaseMyTrip ভারতের পাশে আছে। সন্ত্রাসবাদকে উৎসাহিত করে এমন একটি দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে এমন কোনও ইভেন্টকে আমরা সমর্থন করতে পারি না। ভারতের জনগণ আওয়াজ তুলেছে এবং আমরা তাদের কথা শুনেছি”।

এর আগে চলতি লিগেই ভারত-পাক ম্যাচ বাতিল নিয়ে দুই দেশের ক্রিকেটাররা একে অন্যকে দোষ দিয়েছিলেন। সেমিফাইনাল ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

EaseMyTrip-এর তরফ থেকে আরও এক বার্তায় বলা হয়েছে,“WCL-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচের সাথে EaseMyTrip যুক্ত থাকবে না। কিছু জিনিস খেলাধুলার চেয়েও বড়। সবসময় দেশ প্রথমে, ব্যবসা পরে।”

লেজেন্ডস লিগের দৃশ্য
ENG vs IND Test: পঞ্চম টেস্টের আগে উত্তপ্ত ওভাল! পিচ কিউরেটরের সাথে তীব্র বচসায় গম্ভীর
লেজেন্ডস লিগের দৃশ্য
Asia Cup 2025: এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের বিরোধিতায় তৃণমূল বিধায়ক! ভিন্নমত সৌরভ গাঙ্গুলির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in