'আপনি কি চান আমরা শুধু ব্যাট করি, বল করি আর বাড়ি চলে যাই?' - ওভালে আম্পায়ারের সাথে বচসায় রাহুল

People's Reporter: ঘটনার সূত্রপাত হয় ইংল্যান্ডের জো রুট ও ভারতের পেসার প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে মুখোমুখি কথা কাটাকাটি থেকে।
কে এল রাহুল এবং কুমার ধর্মসেনার মধ্যে কথা কাটাকাটি
কে এল রাহুল এবং কুমার ধর্মসেনার মধ্যে কথা কাটাকাটিছবি - সংগৃহীত
Published on

শুক্রবার ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে আম্পায়ার কুমার ধর্মসেনার সাথে বচসায় জড়ালেন কে এল রাহুল। ধর্মসেনাকে দেখা যায় রীতিমতো রাহুলকে সতর্ক করে বলছেন, আপনি এমনটা করতে পারেনা না।

ঘটনার সূত্রপাত হয় ইংল্যান্ডের জো রুট ও ভারতের পেসার প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে মুখোমুখি কথা কাটাকাটি থেকে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রাহুল, কিন্তু আম্পায়ার ধর্মসেনা চেয়েছিলেন আলোচনার ইতি টানতে। এরপরেই দুই পক্ষের মধ্যে কথোপকথন উত্তপ্ত হয়ে ওঠে।

মাঠের উত্তপ্ত মুহূর্তে কথোপকথন:

রাহুল: “আপনি আমাদের কী বলতে চাইছেন? চুপ থাকতে?”

ধর্মসেনা: “আপনি কি চান কোনও বোলার আপনার কাছে হেঁটে আসুক? না, রাহুল, আমাদের এভাবে যাওয়া উচিত নয়।”

রাহুল: “আপনি কি চান আমরা শুধু ব্যাট করি, বল করি আর বাড়ি চলে যাই?”

ধর্মসেনা: “আমরা ম্যাচ শেষে আলোচনা করব। আপনি এভাবে কথা বলতে পারবেন না।”

এই ঘটনাটি টেস্ট ম্যাচের আবেগ ও উত্তেজনার বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় দল দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৭৫ রান করেছে। ৫২ রানের লিড রয়েছে। ওপেনার যশস্বী জয়সওয়াল ৫১ রানে অপরাজিত আছেন এবং নাইটওয়াচম্যান আকাশ দীপ রয়েছেন ৪ রানে।

চলতি সিরিজে অসাধারণ ফর্মে থাকা রাহুল মাত্র ৭ রানে আউট হয়েছেন। সাই সুদর্শন ফিরেছে ১১ রানে। রাহুলকে আউট করেন জশ টং এবং সুদর্শনের উইকেট নেন গাস অ্যাটকিনসন।

প্রথম ইনিংসে ভারতের ২২৪ রানের জবাবে ইংল্যান্ড তোলে ২৪৭ রান। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। দু’জনেই ৪টি করে উইকেট নেন। তাঁদের দাপটে ইংল্যান্ডের লিড ২৩ রানেই সীমিত থাকে।

কে এল রাহুল এবং কুমার ধর্মসেনার মধ্যে কথা কাটাকাটি
AIFF: জল্পনার অবসান, ভারতের নতুন কোচ হিসেবে খালিদকেই বেছে নিল ফেডারেশন
কে এল রাহুল এবং কুমার ধর্মসেনার মধ্যে কথা কাটাকাটি
Minerva Academy: 'আমরা ইতিহাস তৈরি করি' - প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ডানা কাপ চ্যাম্পিয়ন মিনার্ভা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in