
বিদেশের মাটিতে ইতিহাস গড়ল মিনার্ভা অ্যাকাডেমি। ভারতের প্রথম ক্লাব হিসেবে ডানা কাপ (DANA Cup) চ্যাম্পিয়ন হল তারা। ফাইনালে মালতার KFF ক্লাবকে ১৫-০ ব্যবধানে পরাজিত করে এই শিরোপা জিতেছে পাঞ্জাবের ক্লাবটি।
ডানা কাপ হল ডেনমার্কে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ যুব ফুটবল প্রতিযোগিতা। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ক্লাব অংশগ্রহণ করে।
গত ২৫ জুলাই অনূর্ধ্ব-১৪ বিভাগের ফাইনালে মাল্টার KFF ক্লাবের বিপক্ষে খেলে মিনার্ভা অ্যাকাডেমি। যেখানে ১৫-০ ব্যবধানে জিতে টুর্নামেন্টে দুর্দান্ত অভিযান শেষ করে মিনার্ভা। রাজের হ্যাটট্রিকের পাশাপাশি রিদম, টনি রাজেশ, চেতন কে, ইয়োহেনবা এবং দেনামনি - প্রত্যেকেই জোড়া গোল করেন। আজাম এবং চেতন টি একটি করে গোল করেন।
এই ঐতিহাসিক সাফল্যের ঠিক এক সপ্তাহ আগেই মিনার্ভা অ্যাকাডেমির এই একই স্কোয়াড সুইডেনের গোথিয়া কাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল। গোথিয়া কাপকে সাধারণত ‘যুব বিশ্বকাপ’ বলা হয়ে থাকে। টানা দুটি শিরোপা জিতে নেওয়া প্রথম দল হিসেবে নতুন ইতিহাস গড়েছে মিনার্ভা।
টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার পর মিনার্ভার পক্ষ থেকে জানানো হয়, "আমরা ইতিহাসের পিছনে দৌড়াই না - আমরা ইতিহাস তৈরি করি। যোদ্ধারা এটাই করে"।
নকআউট পর্বেও দাপট বজায় ছিল মিনার্ভার। সেমিফাইনালে প্যালেস্টাইনের রাওহেল ক্লাবকে ৪-০ গোলে হারায় মিনার্ভা। দেনামনি দুটি ও রাজ ও রিদম একটি করে গোল করেন। কোয়ার্টার ফাইনালে তারা আর্টজিস ক্লাবকে ১৭-১ ব্যবধানে উড়িয়ে দেয়।
ডানা কাপ, যা প্রতি বছর ডেনমার্কের হিয়রিং শহরে অনুষ্ঠিত হয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম যুব ফুটবল টুর্নামেন্ট। এবার অংশ নিয়েছিল ৪৫টির বেশি দেশের প্রায় ১,০০০-এরও বেশি দল। মিনার্ভা তাদের সাতটি ম্যাচে মোট ১১০ গোল করেছে এবং কেবলমাত্র ১টি গোল হজম করেছে।
উল্লেখ্য, নরওয়ে কাপের ফাইনালেও উঠেছে মিনার্ভা। ভারতীয় সময় শুক্রবার বিকেল ৪.৩০ টে থেকে ফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ নরওয়ের SIF। সেমিফাইনালে নরওয়েরই একটি ক্লাবকে ১৮-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে মিনার্ভা। দল সংখ্যার নিরিখে এটিই বিশ্বের বৃহত্তম যুব টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ইব্রাহিমোভিচ, আর্লিং হালান্ডের মতো তারকা ফুটবলাররাও খেলেছিলেন। ৫০ টি দেশের ১৮০০-র বেশি ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন