বিদেশের মত ক্রাউড ফান্ডিং করবে ইস্টবেঙ্গল, ভালো দল গড়তে সাহায্য করতে পারেন আপনিও

প্রাথমিক ভাবে এই অর্থ ব্যবহার করা হবে অ্যাকাডেমি এবং ইয়ুথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সিনিয়র দলেও ব্যবহার করা হতে পারে।
ইষ্টবেঙ্গল ক্লাব
ইষ্টবেঙ্গল ক্লাব ছবি ইষ্টবেঙ্গল ক্লাবের সৌজন্যে

বিদেশের মত ক্রাউড ফান্ডিং করবে ইস্টবেঙ্গল, ভালো দল করতে সাহায্য করতে পারেন আপনিও। গত ৩ বছর আইএসএলে অংশ নিলেও পারফরমেন্স তলানিতে ইস্টবেঙ্গলের। বারবার লাল হলুদ কর্তারা অভিযোগ করেছেন মোহনবাগান এবং বাকি দলগুলোর সঙ্গে অর্থ বৈষম্যর কথা। বড় বাজেটের দল ইমামি করছে না। এবার আরও তৎপর হলেন ক্লাব কর্তারা।

বিদেশের ক্লাবদের থেকে অনুপ্রাণিত হয়ে এবার দলগঠন এবং ক্লাবের পরিকাঠামো উন্নয়নের জন্য ক্রাউডফান্ডিংয়ের পথে ইস্টবেঙ্গল। নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন সমর্থকরা। প্রাথমিক ভাবে এই অর্থ ব্যবহার করা হবে অ্যাকাডেমি এবং ইয়ুথ ডেভেলপমেন্টের ক্ষেত্রে।

ইমামি ইস্টবেঙ্গল বোর্ড চাইলে সেই টাকা ব্যবহার করা হবে সিনিয়র দল গঠনে। এক বিবৃতিতে ক্লাবে সহ সভাপতি শান্তিরঞ্জন দাশগুপ্ত কিছুদিন আগে যখন উত্তরবঙ্গে রাস্তা উদ্বোধন করতে যান তখনও অনেকে এই আবেদন করেন। এছাড়া অনেকে বিভিন্ন মাধ্যম দিয়ে পরামর্শ দিয়েছেন।

যাঁরা অর্থ দান করবেন, ক্লাবের তরফ থেকে তাঁদের সংশাপত্র দেওয়া হবে। এর জন্য একটি আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলেছে ইস্টবেঙ্গল। শান্তিরঞ্জন বিবৃতিতে সকল ইস্টবেঙ্গল প্রেমী সমর্থকদের পাশে থাকার আবেদন করেছেন। ক্লাবের অ্যাকাউন্ট নম্বর - axis bank ltd, TOLLYGUNGE BRANCH, ACCOUNT NUMBER --913020024771956, IFC CODE-UTIB0000045

ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, দলটা কোচ এবং কোম্পানির লোকেরা করছে। যেখানে যেখানে দরকার পড়ছে আমাদের সাথে কথা বলছে। দিনের শেষে তো পয়সাটাই সব। যেরকম পয়সা দেবে সেরকমই টিম হবে। আগে আমাদের টাকা আসুক দেখুক কেমন টাকা আসে। এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কিছুদিন আগে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,আমরা ছোট থেকে যে ইস্টবেঙ্গলকে চিনতাম সেটা হারিয়ে যাচ্ছে। ফিরে আসার চেষ্টা করছেন কর্তারা।

অন্য ক্লাব যেভাবে ফুটবল টিমের জন্যর খরচ করছে সেই ভাবে ইস্টবেঙ্গলের স্পনসররাও ভাল দল গড়ে সাফল্যট নিয়ে আসুক। ইস্টবেঙ্গলের অতীতকে মাথায় রেখে স্পনসর ভালো দল গড়ুক, চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তৈরি করুক। ইস্টবেঙ্গলের স্পনসরদের কাছে বিষয়টা ভেবে দেখার অনুরোধ করছি।

ইষ্টবেঙ্গল ক্লাব
UCL: রিয়ালকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ম্যান সিটি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in