UCL: রিয়ালকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ম্যান সিটি

আগামী ১০ জুন ইস্তাম্বুলে প্রথম শিরোপা ঘরে তোলার জন্য ইন্টার মিলানের মুখোমুখি হবে গার্দিওলার সিটি।
ফাইনালে ম্যান সিটি
ফাইনালে ম্যান সিটিছবি - উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফেসবুক পেজ

চ্যাম্পিয়নস লীগের 'রাজা' রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে জায়গা করে নিলো ম্যানচেস্টার সিটি। এতিহাদে সফরকারি আনচেলত্তির দলকে ৪-০ গোলে ধরাশায়ী করে দুর্দান্ত ফুটবল উপহার দিলো পেপ গার্দিওলার দল। সিটির হয়ে এই ম্যাচে জোড়া গোল করলেন পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভা। একটি আত্মঘাতী গোল করেন এডার মিলিটাও এবং শেষ গোলটি করেছেন জুলিয়ান আলভারেজ।

সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালের প্রথম লেগ শেষ হয়েছিল ১-১ ব্যবধানে। চ্যাম্পিয়নস লীগ মানেই যে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর গল্প, তা বেশ ভালোভাবেই জানে ফুটবল বিশ্ব। তবে গতকাল সেই গল্প লিখলো প্রতিপক্ষ দল। কিন্তু রিয়াল মাদ্রিদকে হারিয়ে দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে পা রাখলো স্কাই ব্লুজরা।

এতিহাদে গতকাল শুরু থেকেই রিয়াল মাদ্রিদ ছিল অপ্রতিরোধ্য। প্রথমার্ধে রিয়াল মাদ্রিদকে নিয়ে এক প্রকার ছেলেখেলা করলেন জ্যাক গ্রিলিস, কেভিন ডি ব্রুইনরা।প্রথম ২০ মিনিটে গোলরক্ষক থিবো কর্তোয়া ও দক্ষ রক্ষণের বলে রিয়াল গোল হজম না করলেও অল্প সময়ের মধ্যেই একসময় ঠিকই তাদের জালভেদ করে স্বাগতিকরা। ২৩ মিনিটে জন স্টোনসের পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন বার্নার্দো সিলভা। ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই পর্তুগিজ তারকাই।

প্রথমার্ধের ৩০ মিনিটের পর থেকে একটু লড়াই করতে দেখা যায় রিয়ালকে। বেনজেমা এবং ভিনিসিয়াস পরপর দুটি আক্রমণ করেন। ৩৫ মিনিটে অনেক দূর থেকে বুলেট গতির শট নেন টনি ক্রুস। লাফিয়েও বলের নাগাল পাননি সিটি গোলরক্ষক এডারসন। তবে বল লাগে ক্রসবারে। প্রথমার্ধের শেষে সিটি এগিয়ে থাকে ২-০ গোলে।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে অবশ্য খেলাটা একতরফা হয়নি। এবার শুরু থেকেই বলের দখলেও সিটির ওপর আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করে রিয়াল। বল নিয়ে একাধিকবার সিটির রক্ষণে হানাও দেয় তারা। তবে গোলের দেখা মেলেনি। রিয়ালের দাপটের মাঝে আবার গোল পেয়ে যায় সিটি। ৭৬ মিনিটে ডি ব্রুইনার ফ্রি'কিকে হেড করেন আকানজি, বল মিলিটাওয়ের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। এরপর ৮৯ মিনিটে আর্লিং হলান্ডের বদলি হিসেবে নামা জুলিয়ান আলভারেজ মাঠে নেমেই গোলের দেখা পান। রিয়ালকে ৪-০ গোলে হারিয়ে ৫-১ এগ্রিগেটে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে পৌঁছে যায় গার্দিওলার দল।

ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ইন্টার মিলান। আগামী ১০ জুন ইস্তাম্বুলে প্রথম শিরোপা ঘরে তোলার জন্য তিনবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে গার্দিওলার সিটি।

ফাইনালে ম্যান সিটি
IPL 2023: ক্রিকেট ইতিহাসে প্রথম, আইপিএলে সেঞ্চুরি করে বড় নজির গড়লেন শুবমান গিল

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in