IPL 2023: ক্রিকেট ইতিহাসে প্রথম, আইপিএলে সেঞ্চুরি করে বড় নজির গড়লেন শুবমান গিল

একমাত্র ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন ভারতের এই প্রতিভাবান ব্যাটার।
শুবমান গিল
শুবমান গিলছবি - শুবমান গিল ট্যুইটার হ্যান্ডেল

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম শতরানটি পেয়েছেন বর্তমান সময়ে টিম ইন্ডিয়ার অন্যতম প্রতিভাবান খেলোয়াড় শুবমান গিল। আর এই শতরানের সাথে সাথেই ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক বড় মাইলফলক স্পর্শ করলেন তিনি।

একমাত্র ক্রিকেটার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন ভারতের এই প্রতিভাবান ব্যাটার। চলতি বছরে শুবমান একটি দ্বিশতরান সহ ৬ টি শতরান করে ফেললেন।

বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিকে দ্বিশত রান করার নজির গড়ে নতুন বছর শুরু করেছিলেন শুবমান। নিউজিল্যান্ডের বিপক্ষে হায়দ্রাবাদে ১৪৯ বলে ২০৮ রান করেছিলেন তিনি। শুবমন তাঁর প্রিয় মাঠ আমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষেই প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেন। ৬৩ বলে অপরাজিত ছিলেন ১২৬* রানে। এই বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একই মাঠে টেস্ট ফরম্যাটেও সেঞ্চুরি করেছেন শুবমান। ২৩৫ বলে ১২৮ রান করেছিলেন তিনি।

সোমবার ১৯.১ ওভারে দলের ১৮৬ রানের মাথায় শুবমান আউট হন ৫৮ বলে ১০১ রান করে। ইনিংস সাজিয়েছেন ১৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির মাধ্যমে। চলতি আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান তাঁর। ১৩ ম্যাচে ১ বার অপরাজিত থেকে ৫৭৬ রান করে তিনি রয়েছেন অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে দ্বিতীয় স্থানে। ১৩ ম্যাচে ৪৮-এর গড়ে রান করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন ১ টি হাফ-সেঞ্চুরি করেছেন ৪ টি।

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই ৩৪ রানে হারিয়ে প্রথম দল হিসেবে চলতি আইপিএল-এর প্লে-অফে পৌঁছে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। ১৩ ম্যাচে হার্দিক পান্ডিয়ার দলের পয়েন্ট ১৮। আগামী ২১ শে মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে নামবেন হার্দিক পান্ডিয়ারা।

শুবমান গিল
IPL 2023: পরের মরশুমেও খেলবেন ধোনি! বড় বার্তা দিলেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in