

এটাই কি ধোনির শেষ আইপিএল? চলতি আইপিএলের শুরু থেকে এই বিষয়টি একাধিকবার আলোচনায় উঠে এসেছে। রবিবার চিপকে ২০২৩ আইপিএলের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের শেষে সতীর্থ খেলোয়াড়দের নিয়ে বাউন্ডারি লাইনে ঘুরে বেড়ালেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে কি সত্যিই পরের মরশুমে আর দেখা যাবে না মাহিকে? আশঙ্কার দোলাচলে ভুগছেন সিএসকে সমর্থকরা।
এইসময় চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন এমন ইঙ্গিত দিলেন যাতে ধোনির সমর্থকরা কিছুটা স্বস্তি পেতে পারেন। চেন্নাই সুপার কিংসের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে কাশী বিশ্বনাথন বলেছেন, "আমরা বিশ্বাস করি এমএস ধোনি পরের মরসুমেও খেলতে চলেছেন, তাই আমি আশা করি ভক্তরা প্রতিবারের মতো আমাদের সমর্থন করতে থাকবে।"
চলতি আসরের শুরু থেকেই শোনা যাচ্ছিল, এটাই শেষ আইপিএল হতে চলেছে ধোনির। এমএসডি নিজেই এমন ইঙ্গিত দিয়েছিলেন। তাই এই আইপিএলে চেন্নাই যেখানেই খেলতে গিয়েছে সেখানেই তৈরি হয়েছে 'মিনি চিপক'। কানায় কানায় স্টেডিয়াম ভরিয়েছেন সমর্থকরা। অবশ্য ধোনি স্পষ্ট ভাবে আইপিএল থেকে অবসরের বিষয়ে জানানি। তবে তাঁর ক্যারিয়ার যে শেষের পথে তা সাফ জানিয়েছেন। চেন্নাই সুপার কিংস এই আইপিএলে ১৩ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। চেন্নাইয়ের হাতে রয়েছে আর একটি ম্যাচ। আগামী ২০ মে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে লীগ পর্যায়ের শেষ ম্যাচে মাঠে নামবে মাহি ব্রিগেড।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন