CFL: মিনি ডার্বি হেরে সুপার সিক্স অভিযান শুরু ইস্টবেঙ্গলের

People's Reporter: বুধবার কিশোরভারতীতে ২-১ গোলে মহামেডানের কাছে হারতে হলো লাল হলুদ ব্রিগেডকে। সাদা কালো ব্রিগেডের হয়ে জোড়া ফোল করেন ডেভিড।
আজকের ম্যাচের মুহূর্ত
আজকের ম্যাচের মুহূর্তছবি - মহামেডানের ফেসবুক পেজ

মিনি ডার্বিতে হার দিয়েই কলকাতা লিগের সুপার সিক্সের অভিযান শুরু করলো ইস্টবেঙ্গল। বুধবার কিশোরভারতীতে ২-১ গোলে মহামেডানের কাছে হারতে হলো লাল হলুদ ব্রিগেডকে।

সাদা কালো ব্রিগেডের হয়ে জোড়া গোল করেন ডেভিড। ম্যাচের ৫ মিনিটেই তিনি গোল করে মহামেডানকে এগিয়ে দেন। এরপরে ১৯ মিনিটে ভলি থেকে ইস্টবেঙ্গল অধিনায়ক অথুল উন্নিকৃষ্ণনের একটি দুর্দান্ত শট মহামেডানের গোলকিপার অসাধারণ সেভ করেন। ২২ মিনিটে মহামেডানের কাউন্টার অ্যাটাকে প্রায় দ্বিতীয় গোল করে ফেলেছিলেন ডেভিড। কিন্তু লাল হলুদ গোলকিপার কমলজিৎ সিং-র তৎপরতায় গোল হজম করতে হয়নি ইস্টবেঙ্গলকে।

যদিও ম্যাচের ৩৮ মিনিটে ফের চমক দেখান ডেভিড। লালরেমসাঙ্গার থেকে বল পেয়ে ২ জন ইস্টবেঙ্গল প্লেয়ারকে ডজ করে তিনটি টাচে সোজা বল জালে জড়ান ডেভিড।প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। সাদা কালো জার্সিতে ডেভিডের ১৭টি গোল হয়ে গেল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ করতে থাকে ইস্টবেঙ্গল। যার সুবাদে ম্যাচের ৫৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। ইরশাদকে হলুদকার্ড দেখান রেফারি। আর পেনাল্টি থেকে গোল করে যান নন্দকুমার। ৬৩ মিনিটে আবার গোলের সুযোগ পায় ইস্টবেঙ্গল। তবে সেটা মিস করে। নন্দকুমারের থেকে ভালো জায়গায় বল পেয়েছিলেন শৌভিক চক্রবর্তী। কিন্তু গোল মিস করেন। হার দিয়ে মাঠ ছাড়তে হল লাল-হলুদকে।

তবে এদিন গোটা ম্যাচ জুড়ে রেফারির ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন সমর্থকরা। এমনকি ম্যাচ শেষে বাঁশি বাজানোর পরও দুই দলের ফুটবলাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে দুই ক্লাবের কর্মকর্তারা মাঠে নেমে পরিস্থিতি সামাল দেন।

আজকের ম্যাচের মুহূর্ত
Asian Games: প্রথম ম্যাচেই ধাক্কা, চীনের কাছে ৫-১ গোলে হার ভারতের
আজকের ম্যাচের মুহূর্ত
পরিকাঠামোর অভাব থাকা সত্বেও লা লিগার অ্যাকাডেমির জন্য বাছা হলো রাজ্যের এই স্টেডিয়ামকে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in