East Bengal: বাগানের আক্রমণ ঠেকাতে জোড়া বিদেশি সই করালো ইস্টবেঙ্গল

এ লিগে পার্থ গ্লোরির হয়ে খেলতেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ডিফেন্ডার এলসে। লা লিগা ২-র অন্যতম সেরা ডিফেন্ডার পার্দো ভিয়ারিয়েল এফসি এবং ভ্যালেন্সিয়া এফসি'র হয়ে খেলেছেন।
জর্ডান এলসে এবং জস আন্তনিও পার্দো লুকাস
জর্ডান এলসে এবং জস আন্তনিও পার্দো লুকাসছবি - ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ
Published on

দল গঠনে ফের চমক ইস্টবেঙ্গলের। মোহনবাগানের শক্ত আক্রমণ ভাঙতে জোড়া ডিফেন্ডার জর্ডান এলসে এবং জস আন্তনিও পার্দো লুকাসকে সই করালো লাল-হলুদ ক্লাব।

এ লিগে পার্থ গ্লোরির হয়ে খেলতেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ডিফেন্ডার এলসে। এই ক্লাবের হয়ে এ লিগ প্রিমিয়ারশিপ, এ লিগ চ্যাম্পিয়নশিপ এবং দু'বার অস্ট্রেলিয়া কাপ জিতেছেন এলসে। এই অজি ডিফেন্ডার বলেন, "এই ক্লাবের অংশ হওয়ার বিষয়টা আমার কাছে গর্বের। আমি সতীর্থদের সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে রয়েছি। গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে খেলার জন্য আমি মুখিয়ে আছি। জয় ইস্টবেঙ্গল।"

লা লিগা ২-র অন্যতম সেরা ডিফেন্ডার পার্দো ভিয়ারিয়েল এফসি এবং ভ্যালেন্সিয়া এফসি'র হয়ে খেলেছেন। লা লিগা ২-এ ৭০টির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে পার্দো বলেছেন, "আমি ভারতীয় ফুটবল নিজের কেরিয়ার শুরু করার জন্য মুখিয়ে রয়েছি। এটা একটা ঐতিহাসিক ক্লাব। আমি দলের জন্য নিজের সেরাটা দিতে প্রস্তুত। আশা করি এই বছরটা আমাদের ভালোই কাটবে।"

গত মরশুমে মহেশের সঙ্গে ছিলেন শুধু ক্লেটন। ভিপি সুহের, জর্ডন ও’ডোহার্টি, অ্যালেক্স লিমা, চ্যারিস কিরিয়াকুরা তাঁদের সঙ্গে পাল্লা দিয়ে ভাল খেলতে পারলে ইস্টবেঙ্গলের আক্রমণ কিন্তু আরও ধারালো হত। কিন্তু তাঁরা তা পারেননি।সারা লিগে জেতার জায়গায় থেকেও মোট ১১ পয়েন্ট খোয়ায় তারা। নতুন দুই বিদেশি ডিফেন্ডার আসায় ইস্টবেঙ্গলের রক্ষণভাগ আগের তুলনায় আরও মজবুত হলো। আগামী ডার্বিতে তাঁদের দেখা যাবে কিনা তা সময়ই বলবে।

জর্ডান এলসে এবং জস আন্তনিও পার্দো লুকাস
East Bengal: নতুন স্পনসর আসায় আরও উজ্জ্বল ইস্টবেঙ্গল
জর্ডান এলসে এবং জস আন্তনিও পার্দো লুকাস
মণিপুরে ৬৪৩ কোটির স্পোর্টস ইউনিভার্সিটি! জাতিগত দাঙ্গা থেকে নজর ঘোরাতেই কি নয়া অঙ্ক কেন্দ্রের?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in