East Bengal: নতুন স্পনসর আসায় আরও উজ্জ্বল ইস্টবেঙ্গল

টেক গেম প্ল্যাটফর্ম BATERY-র সঙ্গে চুক্তিবদ্ধ হল ইমামি ইস্টবেঙ্গল। BATERY এবার থেকে ইমামি ইস্টবেঙ্গলের প্রধান কিট স্পনসর।
ইষ্টবেঙ্গল ক্লাব
ইষ্টবেঙ্গল ক্লাব ছবি ইষ্টবেঙ্গল ক্লাবের সৌজন্যে
Published on

আরও শক্তিশালী হলো ইস্টবেঙ্গল। কারণ নতুন স্পনসরের খোঁজ পেল তারা। আর্থিক দিক থেকে দল গঠনের বিষয়ে প্রতিপক্ষ মোহনবাগানের আশেপাশে নেই ইস্টবেঙ্গল ক্লাব। তবে এবার লাল-হলুদ পেলো নতুন কিট স্পনসর। টেক গেম প্ল্যাটফর্ম BATERY-র সঙ্গে চুক্তিবদ্ধ হল ইমামি ইস্টবেঙ্গল। BATERY এবার থেকে ইমামি ইস্টবেঙ্গলের প্রধান কিট স্পনসর। ইস্টবেঙ্গলের ম্যাচ জার্সির পাশাপাশি ট্রেনিং জার্সিতেও থাকবে BATERY-র লোগো।

ইমামি ইস্টবেঙ্গলের কর্ণধার নম্রতা পারেখ জানান, আমরা ব্যাটারিকে প্রিন্সিপাল স্পনসর হিসেবে পেলাম। আমরা গর্বিত এই কোম্পানির সঙ্গে যুক্ত হতে পেরে।

এই প্রসঙ্গে সংস্থাটির এক কর্তা বলেন, "আইএসএল-র দশম সংস্করণে ইমামি ইস্টবেঙ্গলের মূল স্পনসর হিসেবে যুক্ত হতে পেরে আমরা উচ্ছ্বসিত। নতুন লঞ্চ হওয়া এই সংস্থাটি লাল-হলুদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছে। ইস্টবেঙ্গলের সমস্ত খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের জন্য শুভকামনা রইল।”

আগামী ৬ অগাস্ট ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী। উল্লেখ্য, এই দলটিকে ৫-০ গোলে হারিয়ে ডুরান্ড কাপ অভিযান শুরু করেছে মোহনবাগান।

আইএসএলে যে বার থেকে খেলা শুরু করেছে ইস্টবেঙ্গল, সেই মরশুম থেকেই ফর্মের অভাবে ভুগছে। অভিষেক মরশুমে তারা ছিল লিগ টেবলের নয় নম্বরে। দ্বিতীয় মরশুমে ছিল সর্বশেষ স্থানে এবং গতবার ফের সেই নয়ে শেষ করে লাল-হলুদ বাহিনী।

গত বারের পারফরম্যান্স থেকে একটাই আশার আলো দেখেছে তারা। আগের চেয়ে উন্নত হয়েছে লাল-হলুদ ব্রিগেডের পারফরম্যান্স। গতবার সারা লিগে তারা একটিমাত্র ম্যাচ জিতেছিল। এবার ছ’টি ম্যাচ জেতে, যা গত দুই মরশুমে মোট জয়ের চেয়েও বেশি। এই জায়গা থেকে দলকে আরও ওপর দিকে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে দলের দায়িত্ব নিয়েছেন কুয়াদ্রাত।

ইষ্টবেঙ্গল ক্লাব
FIFA Women's World Cup 23: জাম্বিয়ার কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! তদন্ত শুরু ফিফার
ইষ্টবেঙ্গল ক্লাব
Durand Cup: ডার্বির আগে মোহনবাগান ম্যাচ দেখতে গ্যালারিতে লাল-হলুদ কোচ কুয়াদ্রাত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in