
ইস্টবেঙ্গলে এলেন ডিফেন্ডার মার্তন্ড রায়না। আই লিগের ক্লাব রাজস্থান ইউনাইটেড থেকে এই ফুটবলারকে নিল টিম লাল হলুদ। সম্ভবত ডুরান্ডের ম্যাচগুলিতেই ইস্টবেঙ্গলের জার্সিতে দেখা যেতে পারে এই ডিফেন্ডারকে।
২০২৪-২৫ আই লিগে ২১ ম্যাচে মোট ১,৭৬৬ মিনিট সময় কাটিয়েছেন রায়না। ডিফেন্ডার হয়েও ৪ গোল করেন। গত কয়েক মরসুমে ইস্টবেঙ্গলের রক্ষণ অনেক খারাপ ছিল। তাই রক্ষণে বাড়তি গুরুত্ব দিচ্ছে লাল-হলুদ শিবির।
রায়না বলেন, 'এমন ঐতিহাসিক ক্লাবে যোগ দিতে পেরে আমি সম্মানিত। ইস্টবেঙ্গল ক্লাবের সমৃদ্ধ ইতিহাস আর সমর্থকরা আমাকে অনুপ্রাণিত করবে। বাংলা ফুটবলে আমি একেবারে নতুন নই। অ্যাডামাস ইউনাইটেডের হয়ে খেলে গিয়েছি। তবে এটা আমার কাছে অনেক বড় একটা সুযোগ। আশা করছি, আগামীদিনে ইস্টবেঙ্গল এফসি'র সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারব। সমর্থকদের আনন্দ দেব।'
রায়নাকে দলে পেয়ে উচ্ছসিত ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনও। তিনি বলেন, 'গত আই-লিগে অন্যতম সেরা ডিফেন্ডার ছিল রায়না। ওর পারফরমেন্সই তার প্রমাণ।আমাদের রক্ষণভাগ আরও শক্তিশালী করার জন্যই ওকে সই করিয়েছি। আশা করি, দলের প্রথম একাদশে রায়নাকে দেখতে পাওয়া যাবে। ওকে পেয়ে আমরা আরও ভালো ফলাফল করব বলেই আশা রাখছি।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন