

আগামী মরসুমে জন্য ৫ ফুটবলারকে পাকাপাকিভাবে বিদায় জানালো ইস্টবেঙ্গল। তাঁরা হলেন মন্দার রাও দেশাই, অজয় ছেত্রী এবং তিন বিদেশী ভিক্টর ভাসকেজ, ফেলিসিও ব্রাউন ও আলেকজান্দার প্যানটিচক।
ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, 'প্রিয় মন্দার, ফেলিসিও, ভিক্টর, অ্যালেক্স এবং অজয় - ক্লাবে তোমাদের পরিষেবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতের জন্য তোমাদের শুভেচ্ছা'।
গত মরসুমে মুম্বই এফসি ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন ডিফেন্ডার মন্দার রাও দেশাই। ১৭টি ম্যাচ খেলে পাঁচটিতে ক্লিন শিট রাখেন তিনি। অজয় ছেত্রীকে বেঙ্গালুরু এফসি থেকে লোনে নিয়ে এসেছিল লাল-হলুদ বাহিনী। ন’টি ম্যাচ খেলেন তিনি। কলকাতা ডার্বিতে একটি গোলও করেন।
তিন বিদেশী ভাসকেজ, ব্রাউন ও প্যানটিচ এ বছর জানুয়ারির দলবদলে ইস্টবেঙ্গলে যোগ দেন। তবে সেভাবে নজর কাড়তে পারেননি। ১১টি ম্যাচ খেলে একটিমাত্র গোল করেন ফরোয়ার্ড ব্রাউন। বার্সেলোনা এফসি-র প্রাক্তন খেলোয়াড় ভাসকেজ দশটি ম্যাচ খেলে একটিমাত্র অ্যাসিস্ট করেন। সেন্টার ব্যাক প্যানটিচ আটটি ম্যাচে খেলেন ও একটি ম্যাচে ক্লিন শিট রাখতে সমর্থ হন।
গত মরসুমে সুপার কাপ জিতলেও আইএসএলে নয় নম্বরে থেকে লিগ শেষ করে ইস্টবেঙ্গল। প্লে-অফের দোরগোড়ায় পৌঁছেও শেষ পর্যন্ত পরপর ব্যর্থতার ফলে নয়ে নেমে যায় লাল-হলুদ ক্লাব। তবে আগামী মরসুমে ইস্টবেঙ্গল ভালো দল করতে মরিয়া।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন