FIFA World Cup Qualifiers: কাতার ম্যাচের জন্য ২৩ জনের দল ঘোষণা ভারতের, বাদ বাংলার শুভাশিস!

People's Reporter: পরের রাউন্ডে যেতে গেলে কাতার ম্যাচ জিততেই হবে ভারতকে।
FIFA World Cup Qualifiers: কাতার ম্যাচের জন্য ২৩ জনের দল ঘোষণা ভারতের, বাদ বাংলার শুভাশিস!
ছবি - ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজ

আগামী ১১ জুন, মঙ্গলবার দোহাতে কাতারের বিরুদ্ধে ২০২৬ বিশ্বকাপ অর্জন পর্ব ও ২০২৭ এশিয়ান কাপের জন্য ২৩ জনের ভারতীয় দল ঘোষণা করলেন কোচ ইগর স্টিমাচ। তিনজন ফুটবলার বাদ পড়েছেন। তাঁরা হলেন বাংলার শুভাশিস বোস, লালচুননুঙ্গা এবং অময় রানাওয়াডে।

পরের রাউন্ডে যেতে গেলে এই ম্যাচ যেমন জিততেই হবে একই সঙ্গে আফগানিস্তান সহ বাকি দলগুলোর পারফরমেন্সের দিকেও নজর রাখতে হবে ভারতীয় দলকে। তৃতীয় রাউন্ডে পৌঁছতে হলে ভারতের সামনে জয় ছাড়া কোনও উপায় নেই, যা বেশ কঠিন।

ভারত হেরে গেলে অন্য ম্যাচের জয়ী দল পৌঁছে যাবে তৃতীয় রাউন্ডে। সেক্ষেত্রে আফগানিস্তান শেষ ম্যাচে ড্র করলেই তৃতীয় রাউন্ডে উঠে যাবে। কিন্তু দুই ম্যাচেই ড্র হলে গোলপার্থক্যের বিচারে ভারতই তৃতীয় রাউন্ডে উঠবে।

যুবভারতীতে কুয়েত ম্যাচ জিতলে সরাসরি তৃতীয় রাউন্ডে চলে যেত ভারত কিন্তু সেই ম্যাচ ড্র করায় চাপ বেড়েছে। সুনীল ছেত্রী অবসর নিলেও তিনি ভারতীয় দলের সঙ্গে দোহা যাবেন বলেই খবর।

একনজরে ভারতীয় স্কোয়াড -

গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।

ডিফেন্ডার: আনোয়ার আলি, জে গুপ্তা, মেহতাব সিং, নরেন্দ্র, নিখিল পূজারি এবং রাহুল ভেকে।

মিডফিল্ডার: অনিরুধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, এডমন্ড লালরিন্দিকা, জিকসন সিং থাউনাওজাম, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিং নওরেম, নন্দকুমার শেখর, সাহল আবদুল সামাদ এবং সুরেশ সিং ওয়াংজাম।

ফরোয়ার্ড: মনবীর সিং, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং এবং ডেভিড লালহ্লানসাঙ্গা।

FIFA World Cup Qualifiers: কাতার ম্যাচের জন্য ২৩ জনের দল ঘোষণা ভারতের, বাদ বাংলার শুভাশিস!
T20 World Cup 24: রবিবার ভারত-পাক দ্বৈরথ, বিশ্বকাপের মঞ্চে এগিয়ে কোন দেশ?
FIFA World Cup Qualifiers: কাতার ম্যাচের জন্য ২৩ জনের দল ঘোষণা ভারতের, বাদ বাংলার শুভাশিস!
T20 World Cup 24: একের পর এক হারের পর জয় দিয়ে শুরু বিশ্বকাপ অভিযান, আত্মবিশ্বাস ফিরে পেল বাংলাদেশ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in